মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হংকংয়ে ২৮ বছর বয়সী মডেল অ্যাবি চোইকে হত্যার ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। শহরের উপকণ্ঠের একটি বাড়ির ফ্রিজ থেকে রবিবার চোইয়ের দুটি পা উদ্ধার হয়। এ সময় ওই বাড়ি থেকে জব্দ হয় মাংস কাটার কিছু সরঞ্জাম। এর পরেই তিনজনকে অভিযুক্ত করে পুলিশ। পুলিশ শুক্রবার চোইয়ের শরীরের কিছু অংশ খুঁজে পেয়েছিল। তবে এখনও তার মাথা, ধড় এবং হাত খুঁজে পায়নি। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, পো জেলার একটি বাড়ি থেকে মাংসের টুকরো করার যন্ত্র এবং একটি বৈদ্যুতিক করাত খুঁজে পেয়েছে তারা। স্থানীয়ভাবে দারুণ প্রভাবশালী ছিলেন চোই। সম্প্রতি ল’ অফিসিয়াল মোনাকো ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কভারে দেখা যায় তাকে। পুলিশ এখন তার বাকি অঙ্গ-প্রত্যঙ্গগুলো খুঁজছে। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন চোই। সেদিন পো জেলায় তাকে শেষবারের মতো দেখা গিয়েছিল। পুলিশ জানায়, এই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত করা হয়েছে তিনজনকে। গ্রেফতার কারও
পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।