মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পর্তুগালে জীবনযাপনের মান উন্নয়নের দাবিতে প্রবল বিক্ষোভ হয়েছে। রাজধানী লিসবনে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ। নিত্যপণ্যের আকাশচুম্বী দাম আর মুদ্রাস্ফীতির কারণে কুলিয়ে উঠতে পারছে না পর্তুগালের সাধারণ নাগরিকরা। পারিশ্রমিক নিয়েও রয়েছে শ্রমিকদের প্রবল অসন্তোষ। ইন্সুরেন্স ব্রোকার্স সিআইএ ল্যান্ডলর্ডসের একটি গবেষণায় দেখা গেছে, বসবাসের জন্য বিশ্বের তৃতীয় সারির শহরে পরিণত হয়েছে রাজধানী লিসবন। আট দশমিক তিন হারে মুদ্রাস্ফীতি এই অনুপযোগিতা যেন আরও বাড়িয়ে দিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০ শতাংশেরও বেশি পর্তুগিজ অন্যান্য দেশে বসবাস করেন। আন্দোলনের আয়োজক ‘ফেয়ার লাইফ’ এর সদস্য ভিটোর ডেভিড জানান, তিনি আবারও লিসবন শহরে ফিরে যেতে চান। শহরটিতে জীবনযাপনের খরচ যোগাতে না পারায় অন্যত্র থাকতে হচ্ছে তাকে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।