Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতিসংঘের ইউএন হ্যাবিটেটের প্রধানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাৎ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫২ এএম

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ফের শুরু হয়েছে নতুন বসতি নির্মাণ। আর এ কর্মসূচির সহযোগিতায় অংশ নিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের হিউম্যান সেটেলমেন্ট প্রোগ্রাম-ইউএন হ্যাবিটেট ইতোমধ্যে তুরস্কে নতুন বাসস্থান স্থাপনার কাজ শুরু করেছেন। খবর ইয়েনি শাফাকের।
গতকাল রোববার ইস্তাম্বুলে ইউএন-হ্যাবিটেটের প্রধান মাইমুনাহ মোহাম্মদ শরীফের সঙ্গে সাক্ষাৎ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোগান।
সাক্ষাতে তুরস্কের ভূমিকম্পের জন্য সমবেদনা প্রকাশ করেন মাইমুনাহ মোহাম্মদ শরীফ।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের ১০ প্রদেশে আঘাত হানে ৭ দশমিক ৮ ও ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প। এতে প্রাণ গেছে ৫০ হাজারের বেশি মানুষের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্কের ফার্স্ট লেডি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ