মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যমতে, আগের বছরের তুলনায় ২০২২ সালে মূল্যের দিক দিয়ে ভারতে ইরানের রপ্তানি ৬০ শতাংশ বেড়েছে।
ভারতীয় মন্ত্রণালয় জানায়, ২০২২ সালে ভারতে ইরানের রপ্তানি হয়েছে ৬৫৩ মিলিয়ন মার্কিন ডলার। যেখানে ২০২১ সালে এই সংখ্যা ছিল ৪০৯ মিলিয়ন ডলার। বার্তা সংস্থা ইরনা এই রিপোর্ট করেছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই মাসগুলিতে ইরান থেকে ভারত আমদানি করেছে পেট্রোলিয়াম পণ্য।
উল্লেখিত তথ্য অনুযায়ী, ইরান ও ভারতের মধ্যে ২০২২ সালে বাণিজ্য হয়েছে আড়াই বিলিয়ন ডলার। ২০২১ সালের ১ দশমিক ৬৯৩ বিলিয়ন ডলার থেকে ৪৮ শতাংশ বেড়েছে।
জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২২ এর মধ্যে ইরানে ভারতের রপ্তানিও ৪৪ শতাংশ বেড়ে ১ দশমিক ৮৪৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যেখানে ২০২১ সালে এই সংখ্যাটি ছিল ১ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার। সূত্র: তেহরান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।