Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টটেনহ্যামের কাছেও হারল চেলসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫০ পিএম
 প্রিমিয়ার লিগের সময়টা দুঃস্বপ্নের মত বাজে কাটছে চেলসির। একের পর এক হারে ইংলিশ জায়ান্ট ক্লাবটি ভুলতে বসেছে জয়ের স্বাদ।
 
এরপরেও আজ টটেনহ্যামের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে থেকে মাঠে নেমেছিল ব্লুজরা।হ্যারি কেইনদের বিপক্ষে শেষ আট দেখায় হারেনি গ্রাহাম পটারের।এবার সেটিও দেখতে হল। নিজেদের মাঠে আজ স্পার্সদের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি।
 
বল পজিশনে এগিয়ে থাকলেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি ব্লুজরা।স্পার্সদের হয়ে একটি করে গোল করেন অলিভার স্কিপ ও হ্যারি কেইন।দুইটি গোলই আসে বিরতির পর।
 
এই জয়ের পর ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে টটেনহ্যাম। ধুকতে থাকা গ্রাহাম পটারের চেলসি ৩১ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে; তারা কম খেলেছে এক ম্যাচ।
 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ