Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ ক্যালিফোর্নিয়ায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার একাংশে আছড়ে পড়া ঝড়গুলো উঁচু এলাকায় বরফ আর সমতল এলাকায় বৃষ্টি ও শিলাবৃষ্টি নিয়ে হাজির হওয়ার পর রাজ্যটির হাজার হাজার মানুষকে বিদ্যুৎহীন দিন কাটাতে হচ্ছে। শনিবার লস এঞ্জেলেসের প্রায় ৮৫ হাজার পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ ছিল না বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শহরটি থেকে উত্তরের দিকে বের হয়ে যাওয়ার সবচেয়ে বড় মহাসড়ক ইন্টারস্টেট-৫ তীব্র তুষারপাতের কারণে বন্ধ ছিল; দক্ষিণের দিকে লস এঞ্জেলেসের ভেতরে এবং আশপাশের বেশ কিছু সড়ক আবার বন্যার পানির কারণে বন্ধ বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার পরিবহন বিভাগ। ক্যালিফোর্নিয়ার উত্তরের সান ফ্রান্সিসকো শনিবার রেকর্ড ঠা-া তাপমাত্রা দেখবে বলে অনুমান করা হচ্ছে। শনিবার খানিকটা কম দেখা গেলেও রোববার থেকে বুধবার পর্যন্ত ফের তুমুল বৃষ্টি ও তুষারপাত দেখা যেতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ রাজ্যটির রাজধানী সাক্রেমেন্টোর বাসিন্দাদেরকে ভ্রমণ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। পরবর্তী ধাপে রোববার যেসব ঝড় আঘাত হানতে যাচ্ছে, তা সাক্রেমেন্টো উপত্যকায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার এবং সিয়েরা নেভাদা পাহাড়ে সর্বোচ্চ ১১২ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস নিয়ে যেতে পারে। তীব্র ঠা-াজনিত আবহাওয়ার কারণে ইয়োসেমাইট ন্যাশনাল পার্কও বুধবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ ধরনের অস্বাভাবিক পরিস্থিতির জন্য আর্কটিক থেকে ধেয়ে যাওয়া বিশাল নিম্নচাপ-জনিত সিস্টেম দায়ী, বলেছেন মেরিল্যান্ডের কলেজ পার্কে অবস্থিত জাতীয় আবহাওয়া বিভাগের আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের ব্রায়ান জ্যাকসন। “ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এই ধরনের ঠা-া এবং এমন ঝড়ের ঘটনা বিরল,” বলেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্লেইনস, মধ্যপশ্চিম ও গ্রেট লেইস অঞ্চলে কয়েকদিন আগে আঘাত হানা আরেকটি ঝড় শুক্রবার নিউ ইংল্যান্ডের ওপর দিয়ে বয়ে যাওয়ার পর এখন আটলান্টিকের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। ডেট্রয়টভিত্তিক ডিটিই এনার্জির ৪ লাখের বেশি ভোক্তা শনিবারও বিদ্যুৎহীন ছিল বলে জানিয়েছে ডেট্রয়েট নিউজ। সর্বশেষ ঝড়গুলোর আগেও ক্যালিফোর্নিয়ার বিশাল অংশ অস্বাভাবিক বৃষ্টি, কনকনে ঠা-া ও বিস্তৃত বন্যা দেখেছে; যার কারণে দীর্ঘ সময় ধরে খরা ও দাবানলের মুখোমুখি হওয়া রাজ্যটিতে বিপুল সংখ্যক উপড়ানো গাছ দেখা গেছে, দেখা গেছে ভূমিধসও। সিএনএন, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ