Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ঋণের চাপে আগুন দিয়ে বডি বিল্ডারের আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের রাজধানী দিল্লিতে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন এক বডি বিল্ডার। আত্মহত্যাকারী বডি বিল্ডারের বয়স ৩৪ বছর। তিনি দিল্লির গোকুলপুর এলাকায় থাকতেন। আত্মহত্যার পর পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ঋণের মামলা নিয়ে ব্যাংক ও পুলিশ তাকে হয়রানি করে আসছিল। ঋণের মামলায় নিজেকে আগুনে সঁপে দেন। পুলিশ ঘটনার ভিডিও বানাতে থাকে। কেউ তাকে বাঁচানোর চেষ্টা করেনি। ২০১৯ সালে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন দিল্লির উত্তর-পূর্ব জেলার গোকুলপুরির বাসিন্দা কপিল রাজ। ঋণের পরিমাণ ছিল প্রায় ১৮ লাখ টাকা। এই ঋণের ১৫ লাখ টাকাও তিনি পরিশোধ করেছিলেন। পরিবার জানিয়েছে, ব্যাংক ২১ লক্ষ টাকা সুদ নিয়েছে। এ কারণে তিনি মানসিক চাপে দিন কাটাচ্ছিলেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার আদালতের নির্দেশ ও পুলিশসহ ব্যাংক কর্মীরা তার বড় ভাইয়ের বাসায় পৌঁছেছিলেন। কপিল রাজ ও তার ভাইয়ের বাড়ি সামনের রাস্তার পেছনে। এ কারণে ব্যাংক কর্মীরা তার বড় ভাইয়ের বাড়িটিকে নিজের বাড়ি বলে মনে করতেন। পরিবার জানিয়েছে, ব্যাঙ্কের কর্মীরা জোর করে তার ভাই অশোকের বাড়ি সিল করে দিয়েছে। এই উত্তেজনার জেরেই কপিল রাজ আত্মহত্যার আগে ফেসবুক লাইভ করেন এবং পরে আগুন ধরিয়ে দেন। ফেসবুক লাইভে তিনি তার মৃত্যুর জন্য ব্যাংক কর্মচারী ও পুলিশকে দায়ী করেন। এ নিয়ে কপিলের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি যখন নিজেকে আগুন ধরিয়েছিলেন, তখন পুলিশ পুরো ঘটনায় দর্শকের ভূমিকায় ছিল। কেউ তাকে বাঁচায়নি। পুলিশ তার আত্মহত্যার ভিডিও তৈরি করছে। ব্যাংক ঋণ নিয়ে এই আত্মহত্যার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের পাশাপাশি ব্যাংকের কর্মচারী ও পুলিশকে নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার লোকজন। এই মানুষগুলোর কারণেই সে আত্মহত্যা করেছে। প্রশাসনের উচিত পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের কঠোর শাস্তি দেওয়া। পিটিআই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ