Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমিক্যাল স্প্রে করে ছাত্রী অপহরণের চেষ্টা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ভারতের ত্রিপুরা রাজ্যে কেমিক্যাল স্প্রে ছিটিয়ে এক ছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে রাজধানী আগরতলার ধলেশ্বরে অবস্থিত রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যালয়ের শীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, রুটিন মাফিক অন্যান্য দিনের মতো শনিবারও সকাল থেকে ক্লাস শুরু হয়। দুপুরে বিরতির সময়ই অপরিচিত এক যুবক মুখে কাপড় বাঁধা অবস্থায় স্কুলে ঢুকে পড়েন। একপর্যায়ে তিনি এক ছাত্রীকে লক্ষ্য করে কেমিক্যাল স্প্রে ছিটিয়ে দেন। সেসময় পাশে থাকা অন্য শিক্ষার্থীদের চকলেটের লোভ দেখিয়ে চুপ রাখার চেষ্টা করেন। এদিকে, স্প্রে মারার কিছুক্ষণের মধ্যেই ছাত্রীটি অস্বস্তি বোধ করতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিষয়টি পুরো স্কুলে জানা-জানি হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে দ্রুত সেখান থেকে পালিয়ে যান অভিযুক্ত যুবক। পরে অভিভাবকরা স্কুলে ছুটে আসেন। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা স্কুলের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকের জবাবদিহি চান। অভিভাবকদের অভিযোগ, স্কুলের চারদিকে পাকা দেয়াল থাকলেও, মূল ফটকটি অধিকাংশ সময় খোলা থাকে। এমনকি, সেখানে কোনো প্রহরীও থাকেন না। অভিভাবকসহ বাইরের অনেকেও এ ফটক দিয়ে অনায়াসে স্কুলটিতে ঢোকার সুযোগ পান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসআর দেববর্মা জানান, ঘটনার সময় স্কুলে টিফিন টাইম চলছিল। কাজেই ছেলে-মেয়েরা তখন ছোটা-ছুটি করে বেড়াচ্ছিল। এ অবস্থায় স্কুলের ভেতরে অনাকাক্সিক্ষত একটি ঘটনা ঘটে যায়, যা সবাইকেই ভাবিয়ে তুলছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে ও তারা এরই মধ্যে তদন্ত শুরু করেছে। এবিপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ