মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে পোল্যান্ডে জ্বালানি তেল সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানোর প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পোল্যান্ডের শীর্ষস্থানীয় জ্বালানি তেল ও গ্যাস সংস্থা পিকেএন অরলেনের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে আনাদোলু। সংস্থার সিইও ড্যানিয়েল অবাজতে এক টুইটারে জানান, এই পরিস্থিতির জন্য তারা প্রস্তুত ছিলেন ও সরবরাহ ব্যবস্থা কার্যকরভাবে সুরক্ষিত রয়েছে। পোলিশ বার্তা সংস্থা পিএপি জানায়, পরিশোধনাগারে ট্যাংকারের মাধ্যমে সরবরাহ অব্যাহত থাকবে, পোলিশ গ্রাহকদের ওপর এর কোনো প্রভাব পড়বে না। রুশ সংস্থা থেকে মাত্র ১০ শতাংশ জ্বালানি তেল পেয়ে থাকে অরলেন। অরলেনের সরবরাহ ব্যবস্থা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আওতার বাইরে রয়েছে। বর্তমানে উত্তর সাগর, পশ্চিম আফ্রিকা, ভূমধ্যসাগর, আরব উপসাগর ও মেক্সিকো উপসাগর হলো কোম্পানিটির পরিশোধনাগারের প্রাথমিক উৎস। তবে ২০১৫ পর্যন্ত পিকেএন অরলেনের শতভাগ সরবরাহের পেছনে ছিল রুশ জ্বালানি তেল। আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।