মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল আভিহাই ম্যানডেলব্লিট। অপরাধের বিষয়ে পুলিশকে নির্দেশে বলা হয়, নেতানিয়াহু এমন দুটি অপরাধে জড়িত রয়েছেন যা পুলিশকেই তদন্ত করতে হবে। দেশটির বিচার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, যথাসময়ে এ তদন্তের বিস্তারিত জানানো হবে। ইসরাইলের চ্যানেল ১০ টিভির বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, নেতানিয়াহুর জড়িত থাকা ওই দুটি ঘটনার এখনো পরীক্ষা-নিরীক্ষা চলছে। ওই দুই বিষয়ে তদন্তের নির্দেশ অভিযোগের নিশ্চয়তা বা অভিযোগ অস্বীকারের কোনোটিই নয় বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। বিবৃতিতে বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অ্যাটর্নি জেনারেল, পুলিশ ও আইনজীবীরা ঘনিষ্ঠভাবে বিষয়টি নিয়ে কাজ করছেন। যথাসময়ে ওই তদন্তের বিষয়ে সবাইকে জানানো হবে। প্রসঙ্গত, জার্মানির কাছ থেকে সাবমেরিন কেনার সময় নিজের আইনজীবীকে সুবিধা দেয়ার অভিযোগ উঠেছিল নেতানিয়াহুর বিরুদ্ধে। নেতানিয়াহু বরাবরই ওই ঘটনায় কোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছিলেন। এই বিষয়টি এবার তদন্ত করবে পুলিশ। তদন্তের অপর বিষয়টির কথা জানা যায়নি। অ্যাটর্নি জেনারেলের নির্দেশের পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় থেকে কোনো প্রতিক্রিয়া পায়নি সংবাদমাধ্যম। চ্যানেল ১০-এর খবরে বলা হয়েছে, ঘটনার তদন্তের জন্য নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে কর্তৃত্ব দিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তবে ওই জিজ্ঞাসাবাদের সময় পরে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন তিনি। রয়টার্স।
ইসলামাবাদে এক সেমিনারে সাবেক পরমাণুবিজ্ঞানী এবং থর কয়েল ফিল্ডের আন্ডারগ্রাউন্ড গ্যাসিফিকেশন প্রজেক্টের চেয়ারম্যান সামার মুবারাকমান্দ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।