Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টি অফিসে হামলা নিহত ৫

| প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের স্বায়ত্তশাসিত শিনজিয়াংয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে হামলায় পাঁচজন নিহত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা ভবনের মধ্যে একটি গাড়ি নিয়ে ঢুকে পড়ে বিস্ফোরণ ঘটায়। এতে একজন মারা গেছে। হামলাকারী চারজন গুলিতে নিহত হয়েছে। একটি সংক্ষিপ্ত বিবৃতিতে শিনজিয়াং সরকার বলেছে, গত বুধবার কারাকাক্স কাউন্টিতে বিকাল পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে। চারজন ‘দুষ্কৃতকারী’ একটি গাড়ি নিয়ে কমিউনিস্ট পার্টির আঞ্চলিক অফিসে ঢুকে পড়ে ও একটি বিস্ফোরণ ঘটায়। তবে তারা গুলিতে নিহত হয়েছে। হামলার ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ শিনজিয়াংয়ে মুসলিম উইঘুর সম্প্রদায় ও চীনের সংখ্যাগরিষ্ঠ হান সম্প্রদায়ের মধ্যে সহিংসতায় কয়েকশত মানুষ নিহত হয়েছেন। অঞ্চলটিতে অস্থির পরিস্থিতির জন্য আইএসকে দায়ী করছে চীন সরকার। অন্যদিকে নির্বাসিত উইঘুর ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দাবি, উইঘুরদের ধর্ম ও সংস্কৃতির ওপর সরকারের নিয়ন্ত্রণ আরোপের জন্য এই ধরনের পরিস্থিতির সৃষ্টি। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ