মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় যুদ্ধবিরতি প্রস্তাবের শর্তাবলীর বিষয়ে একমত হয়েছে তুরস্ক ও রাশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে তুরস্কের আনাদলু বার্তা সংস্থা এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, গত বুধবার মধ্যরাতের পর থেকে যুদ্ধবিরতি কার্যকরের জন্য উভয় দেশই কাজ করছে। তবে জঙ্গি সংগঠনগুলো যুদ্ধবিরতির আওতাভুক্ত নয় বলেও খবর প্রকাশ করা হয়েছে। যদিও এ বিষয়ে সিরিয়া সরকার ও বিরোধী কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিরিয়ায় প্রায় ছয় বছর ধরে গৃহযুদ্ধ চলছে। যুদ্ধে রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারকে এবং তুরস্কবিরোধী কয়েকটি দলকে সমর্থন দিচ্ছে। আনাদলুর খবরে বলা হয়, যদি প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকর হয় তবে কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া শান্তি আলোচনা শুরু হবে। যেখানে, তুরস্ক ও রাশিয়া ‘জামিনদাতার’ ভূমিকা পালন করবে। এর আগে জাতিসংঘের উদ্যোগে সিরিয়ার গৃহযুদ্ধের রাজনৈতিক সমাধানের চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুই বছরের আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তির পরও এপ্রিলে সে উদ্যোগ ভেস্তে যায়। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র ও রাশিয়া আরো একটি উদ্যোগ নিয়েছিল। কিন্তু দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ায় ওই উদ্যোগ আলোর মুখ দেখেনি। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।