Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফোডেন-হ্যালান্ড নৈপুণ্যে সিটির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:২৭ এএম
ইংলিশ প্রিমিয়ার লীগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার বোর্নমাউথকে তাদের মাঠে ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় পেপ গার্দিওলার দল।এই জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধানও কমিয়ে এনেছে ২ পয়েন্টে।
 
এদিন প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে তিন বার বল পাঠিয়ে ম্যাচের পরিণতি ঠিক করে ফেলে স্কাই ব্লুজরা।১৫ তম মিনিটে হ্যালন্ডের জোরালো শট ক্রসবারে লেগে ফিরলেও ফিরতি বল জালে পাঠিয়ে সিটিকে লিড এনে দেন আলভারেজ। ২৯ তম মিনিটে ব্যবধান দিগুণ করেন হ্যালান্ড। ইলকাই গিনদোয়ানের এসিস্ট থেকে বক্সের ভেতরে পাওয়া বল ঠিকানায় পাঠাতে ভুল করেননি এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড। 
 
বিরতির ঠিক আগে ফের গোল করে সিটির জয় একরকম নিশ্চিত করে ফেলেন ফোডেন।বিরতির পর প্রতিপক্ষের আত্মঘাতী ভুলে হজম করা গোলে স্কোরলাইন দাঁড়ায় ৪-০ তে। শেষদিকে লেরমার নিখুঁত ভলিতে শান্তনা গোলের দেখা পায় বোর্নমাউথ।
 
লেস্টারের বিপক্ষে এ জয়ে শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৭ হয়েছে। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট ৪৯


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ