মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সিরিয়ার যুদ্ধে ১৬২ ধরনের নতুন এবং অত্যাধুনিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এমনটাই জানিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। সিরিয়ার আমন্ত্রণে গত সেপ্টেম্বর থেকে সিরিয়াতে সেনা অভিযান চালিয়ে আসছে রাশিয়া। বিদেশি মদদপুষ্ট জঙ্গিদের প্রতিহত করার পাশাপাশি এই লড়াইয়ে রাশিয়া ১৬২ ধরনের অত্যাধুনিক অস্ত্রের সরাসরি রণাঙ্গনে ব্যবহারের পরীক্ষা চালিয়েছে। এইসব অস্ত্রের বেশিরভাগই কার্যকর বলে প্রমাণিত হয়েছে বলেও জানান শোইগু। সম্প্রতি শোইগু শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানত রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। সিরিয়ায় যেসব অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে, তার মধ্যে সু-৩০এসএম এবং সু-৩৪ যুদ্ধবিমান রয়েছে। এছাড়া, এমআই-২৮এন, কেএ-৫২ হেলিকপ্টার, কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র রয়েছে। শোইগু জানিয়েছেন, রণাঙ্গনে ব্যবহারের সময়ে ১৬২টির মধ্য থেকে ১০টি অস্ত্রের মধ্যে মারাত্মক ত্রুটি ধরা পড়েছে। এর আগে পরীক্ষামূলক ব্যবহারে এই ১০ অস্ত্রের কোনো ত্রুটি ধরা পড়েনি। ত্রুটি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এইসব অস্ত্র কেনা বন্ধ করে দিয়েছে। এবং ত্রুটিমুক্ত করার জন্য অস্ত্র নির্মাতাদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি। আরটি, ওয়েবসাইট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।