Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সউদী লীগে ফের রোনালদো ম্যাজিক,প্রথমার্ধেই করলেন হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৫৭ পিএম
ফুটবল মাঠে সেই চিরচেনা রুপে ক্রিশ্চিয়ানো রোনালদো।গোল করছেন মুড়ি-মুড়কির মত!  সাউদী লীগে শুরুটা মনমতো না হয়নি।প্রথম দুই ম্যাচে ছিলেন গোলহীন।তবে একবার জালের দেখা পাওয়ায় পর থেকে আর পিছনে ফিরে তাকান নি পর্তুগিজ মহাতারকা।পরের দুই ম্যাচে হ্যাট্রিক,জোড়া এসিস্টে নিজের জাত চিনিয়েছিলেন।
 
আল নাসেরের হয়ে আজ ফের পেলেন হ্যাট্রিক। তাও প্রথামর্ধের ভেতর! সাউদী প্রো লীগে আল নাসেরের সঙ্গে দামেকের ম্যাচ চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫ মিনিট শেষে যেখানে ৩-০ গোলে এগিয়ে আছে রোনালদোর দল।
 
গোল তিনটিই এসেছে প্রথামার্ধে,তিনটিরই কারিগর সিআর সেভেন।১৮ মিনিটে সফল স্পটকিকে দলকে এগিয়ে নেওয়া রোনালদো ২৩ ও ৪৪ মিনিটে আরো চমৎকার দুইটি গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করেন।আল নাসেরের হয়ে হয়ে এটি সপ্তম ম্যাচে এসেই দ্বিতীয় হ্যাট্রিকের দেখা পেয়ে গেলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ