Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

হুইল চেয়ারে ৫৫ দেশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মাত্র ৫ বছর বয়স তখন। প্লেনে চড়ে বাবা-মার সঙ্গে নিউ ইয়র্ক গিয়েছিলেন। ভ্রমণের প্রতি ভাল লাগার সেই শুরু। ওইটুকু বয়সেই ঠিক করে নিয়েছিলেন, বড় হয়ে দেশ দেশান্তরে ঘুরে বেড়াবেন। কিন্তু বাধ সেধেছিল শারীরিক অবস্থা। বিরল অসুখে আক্রান্ত হয়ে ৭ বছর বয়স থেকেই হুইলচেয়ারে বন্দি রেনি। কিন্তু অদম্য জেদ আর ইচ্ছের সামনে হার মেনেছিল প্রতিবন্ধকতা। হুইলচেয়ার-বন্দি হয়েও এক বছরে পৃথিবীর ৫৫টি দেশ ঘুরে ফেলেছেন তিনি! গিনেস বুকেও নাম উঠেছে তার।

রেনি ব্রুন্স জর্জিয়ার আটলান্টার বাসিন্দা। ২০২২ সালেই এক বছরে সর্বাধিক সংখ্যক দেশ ভ্রমণ করার জন্য গিনেস বুকে নাম তুলেছিলেন তিনি। তবে তার শংসাপত্র সম্প্রতি হাতে এসেছে তার। গিনেস বুক কমিটির তরফ থেকে ইমেল মারফত শংসাপত্রটি পাঠানো হয় তাকে। সেটি প্রিন্ট আউট বের করে বাঁধিয়ে হুইলচেয়ারে বসে হাতে ধরে হাসি মুখে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় নিজের ভক্তদের সঙ্গে তা ভাগ করে নিয়েছেন তিনি।
১৬ বছর বয়স তখন, ধরা পড়ে ডায়াস্ট্রফিক ডোয়ারফিজমে আক্রান্ত তিনি, সারাজীবনই হুইলচেয়ারে বসেই কাটাতে হবে তাঁকে। প্রাথমিকভাবে দমে গিয়েছিলেন রেনি। কিন্তু তারপরেও হাল ছাড়েননি। বরং একটি বিমা সংস্থায় কাজ নেন। টাকা জমিয়ে একটু একটু করে শুরু করেন এদেশ-ওদেশ ঘুরে বেড়ানো।

তারপর একটা বছর পুরোটাই বেড়ানোর জন্য উৎসর্গ করে দেন রেনি। ৩৬৫ দিনে ৫৫টি দেশ ঘুরে বিশ্ব রেকর্ড করেন। এখনও পর্যন্ত ১১৭টি দেশে ঘুরে ফেলেছেন রেনি। পেরু, কম্বোডিয়া, তুরস্ক এবং কেনিয়াও ঘোরা হয়ে গেছে তার। যেখানে যেখানে যাওয়া হয়নি, অদূর ভবিষ্যতে সেইসব দেশও ঘুরে দেখবেন, দৃঢ়প্রতিজ্ঞ রেনি। সূত্র : দ্য ওয়াল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ