মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : বিশ্ব রাজনীতিতে ২০১৬ সালকে দেখা হচ্ছে কট্টর ডানপন্থিদের উত্থানের বছর হিসেবে। গণমানুষের রাজনৈতিক ভাবনায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ব্রেক্সিট, ইতালি ও কলম্বিয়ার গণভোট। সেই সাথে ইউরোপে উগ্র ডানপন্থার অব্যাহত উত্থান আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় উদারপন্থীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। ২০১৬-তে বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় চমক ছিল যুক্তরাষ্ট্রের নির্বাচনে নিউইয়র্কের ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের জয়। সব হিসাব নিকাশ বদলে দেন এই রিপাবলিকান প্রার্থী। প্রচলিত রাজনৈতিক কাঠামো প্রত্যাখ্যানের আরেক নজির ব্রেক্সিট গণভোট। প্রধানমন্ত্রী ও বন্ধুরাষ্ট্রগুলোর আহ্বান উপেক্ষা করে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দেয় ব্রিটেনের বেশিরভাগ মানুষ। পদত্যাগ করেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সংবিধান সংশোধন প্রশ্নে গণভোটে হেরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি। ডানপন্থীদের উত্থান দেখা গেছে জার্মানি, ফ্রান্স, অস্ট্রিয়াসহ ইউরোপের বেশকিছু দেশে। সেইসাথে জোরালো হয়েছে অভিবাসনবিরোধী কট্টর মনোভাব। গণভোটে অপ্রত্যাশিত ফল দেখা যায় ফার্ক গেরিলাদের সঙ্গে কলম্বিয়া সরকারের শান্তিচুক্তির ক্ষেত্রেও। পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে হওয়া চুক্তি প্রত্যাখ্যান করে কলম্বিয়ার জনগণ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মেরুকরণ হয়, বছরের মাঝামাঝিতে তুরস্কে অভ্যুত্থানচেষ্টার পর। ডানপন্থি প্রেসিডেন্ট এরদোয়াঁ সরকারের দমন নিপীড়নসহ বেশকিছু ইস্যুতে দূরত্ব সৃষ্টি হয় পশ্চিমাদের সঙ্গে। এ সময় পূর্বের দিকে ঝুঁকে পড়ে পশ্চিমাদের অন্যতম এ মিত্র। বছরজুড়ে উত্তেজনা ছিল দক্ষিণ চীনসাগর ইস্যুতে। ইনডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।