Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাকিব-তামিম বিরোধ, দলে গ্রুপিং!

অস্বাস্থ্যকর ড্রেসিংরুম

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নতুন দায়িত্ব নিয়ে বাংলাদেশের ক্রিকেটের হেড কোচ হয়ে আবারও এসেছেন চন্ডিকা হাথুরুসিংহে। আগেরবার সিনিয়রদের সঙ্গে তার বিরোধের বিষয়টি ছিল ‘ওপেন সিক্রেট’। দ্বিতীয় মেয়াদের দায়িত্ব দেবার পর তার কাছে বিসিবির প্রধান চাওয়া একটি স্বাস্থ্যকর ড্রেসিংরুমের। পোড় খেয়ে ‘খাঁটি’ হয়ে ফেরা এই অভিজ্ঞ লঙ্কানও বোর্ডকে আস্বস্ত করেছেন, আটা তিনি ঠিক করে দেবেন। তবে অনেক কানাঘুষা থাকলেও সমস্যাটা আসলে কোথায় তা একটি ‘সিক্রেট’ হয়েই ছিল ক্রিকেটপাড়ায়। অবশেষে তা প্রকাশ্যে আনলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। বেশ অনেকদিন ধরেই টানপোড়েন চলছে বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার সাকিব আল হাসান ও সফলতম ওপেনার তামিম ইকবালের মধ্যে। এই কারণে বাংলাদেশ দলের ড্রেসিং রুম আর স্বাস্থ্যকর না।

গতকাল ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ বোর্ড সভাপতি নাজমুলের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। তাতে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের মধ্যে উঠে আসে সাকিব-তামিমের সম্পর্কের ইস্যু। যোগাযোগ করা হলে পরে বিসিবি সভাপতি জানান, এই দুজনের বিরোধ মেটানোর চেষ্টা করেছেন তিনি। নাজমুল জানান দুই শীর্ষ ক্রিকেটারের বিরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে দলের পরিবেশ, ‘এটা স্বাস্থ্যকর ড্রেসিংরুম না, এটা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। এই জিনিসটা (সাকিব-তামিমের মধ্যে ফাটল) এমন না যে আমি মেটানোর চেষ্টা করিনি। আমি তাদের দুজনের সঙ্গেই কথা বলেছি, এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে এটা সহজে সমাধান করার মতো বিষয় না। এটা হচ্ছে আমার পর্যবেক্ষণ। আমরা দুজনকেই একটা বার্তা দিয়েছি- “আমরা জানি না তোমাদের মধ্যে কি আছে। কিন্তু কোন খেলা বা সিরিজের সময় এই সমস্যা যেন প্রকাশ্য না হয়।” তারা দুজনেই এটা নিশ্চিত করেছে খেলার সময় এটা হবে না।’

খেলার বাইরে সাকিব ও তামিমের মধ্যে স্বাভাবিক কথাবার্তা চালু নেই। কয়েকদিন আগে ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএর অ্যাওয়ার্ড নাইটে হাজির হলেও কেউ কারো সঙ্গে সৌজন্যতা বিনিময় করেননি। খেলার মাঠে বোলিং, ফিল্ডিং বা ব্যাটিংয়ে জুটির সময় প্রয়োজনীয় কথা বলতে দেখা গেছে দুজনকে। বিসিবি সভাপতি চান ড্রেসিংরুমেও তারা যেন থাকেন স্বাভাবিক। খেলা শেষ হয়ে গেলে নিজেরা কি করবেন সেটা তাদের একান্ত বিষয়, ‘তাদের খেলার মাঠে ও ড্রেসিংরুমে কথা বলতে হবে। ড্রেসিংরুমের আবহও খুব খারাপ ছিল কিন্তু এখন কিছুটা উন্নত হচ্ছে। এই সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে) থেকে আমি এটার বদল চাই (তাদের সম্পর্কের)। অন্তত ড্রেসিংরুমে। খেলার বাইরে তারা কি করবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই।’

সাকিব-তামিম বিরোধ ছাড়াও দলের ভেতর একাধিক গ্রুপের অস্বস্তি খোঁজে পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এই মুহূর্তে তার উদ্বেগের জায়গাও সেটাই, ‘বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, এটা বাস্তবতা। আমার অন্য কোন কিছু নিয়ে সমস্যা নাই। আমি এই গ্রুপিং নিয়ে খুব উদ্বিগ্ন। মাত্র কদিন আগে আমি এটা জানতে পেরেছি। আমরা ভালো আগামী চাইলে এটার শেষ দেখতে চাই। সবাইকে বুঝতে হবে গ্রুপিং করার জায়গা এখানে নাই।’ পরে আরো কঠোর হুঁশিয়ারি দিয়ে বিসিবি প্রধান বলেন, ‘যদি নতুন করে কেউ গ্রুপিং বা নিজেদের দ্বন্দ্ব মাঠের পারফরম্যান্সে প্রভাব ফেলে তাহলে তাকে দল থেকেই বের করে দেয়া হবে। হাথুরুসিংহেও এগুলো টলারেট করবে না।’



 

Show all comments
  • Bashar Al Hasad ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ এএম says : 0
    সাকিব ভালো খেলোয়াড় বলে একটু ভাব নেয় বেশি কিন্তুু তামিম বস সর্বদা ভালো।
    Total Reply(0) Reply
  • আবু সায়েম আলম ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ এএম says : 0
    সাকিবের ভিতরে অহংকারী কাজে tamim best
    Total Reply(0) Reply
  • আবু সায়েম আলম ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ এএম says : 0
    সাকিবের ভিতরে অহংকারী কাজে tamim best
    Total Reply(0) Reply
  • H.M. Mujahidul Islam Rayhan ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৪ এএম says : 0
    · এই গ্রুপিংয়ের জন্য সব যায়গায় অশান্তি হয়,,সেইটা শুধু খেলার মাঠে না,রাজনৈতিক সামাজিক সব যায়গায়।
    Total Reply(0) Reply
  • Umme Habiba ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম says : 1
    কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল। সাকিবের সাথে তামিমের তুলনা করা নিহাত বোকামি ছাড়া আর কিছুই না।ডট বল খাওয়ায় ওস্তাদ প্লেয়ারের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে কিভাবে তুলনা করে আমি বুঝিনা
    Total Reply(0) Reply
  • Umme Habiba ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম says : 1
    কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুল। সাকিবের সাথে তামিমের তুলনা করা নিহাত বোকামি ছাড়া আর কিছুই না।ডট বল খাওয়ায় ওস্তাদ প্লেয়ারের সাথে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে কিভাবে তুলনা করে আমি বুঝিনা
    Total Reply(0) Reply
  • Ismail Sagar ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম says : 0
    ২০১২ সালে সাকিব যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বেষ্টফ্রেন্ড কে সাকিব বলেছেন "My Teammate Tamim Iqbal is My Best friend"
    Total Reply(0) Reply
  • Ismail Sagar ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৫ এএম says : 0
    ২০১২ সালে সাকিব যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার বেষ্টফ্রেন্ড কে সাকিব বলেছেন "My Teammate Tamim Iqbal is My Best friend"
    Total Reply(0) Reply
  • Shah Aminul Islam Shipon ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৬ এএম says : 1
    টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশ সাকিবকে ২৩ বিশ্বকাপের অধিনায়ক হিসেবে চায়, তাই তামিমকে এখনো বিশ্বকাপ নিয়ে কোনো কথা দেয়নি বোর্ড। তাদের মতামত দেশের সবচেয়ে বড় তারকা থাকতে অন্য কেউ ক্যাপ্টেন হলে সেটা দলকে উজ্জীবিত করেনা, যেমনটা লিওনেল মেসির প্রতি সবার যেই আবেগ সেটি দলের মধ্যে আরো বেশি বন্ডিং তৈরি করেছে একইরকম একটা আবেগ দলের তরুন ক্রিকেটারদের এবং সারা দেশের মানুষের সাকিবের প্রতি রয়েছে বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির হাতে শেষ সময়ে একটি ট্রফি উঠুক এই ইমোশন টাকে শক্তি হিসেবে কাজে লাগাতে চায়। যেখানে বিশ্বকাপে তামিমের পারফরম্যান্স পাড়ার ব্যাটারদের থেকেও খারাপ থাকে। সেখানে সেই প্লেয়ারকে বিশ্বকাপের দায়িত্ব দেয়াটা নির্বুদ্ধিতা। সেখানে দেশের সবথেকে বড় টুর্নামেন্টে সাকিবের হাতে ঝান্ডা তুলে দেওয়ার কোনো বিকল্প নেই।
    Total Reply(0) Reply
  • Shah Aminul Islam Shipon ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৬ এএম says : 1
    টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশ সাকিবকে ২৩ বিশ্বকাপের অধিনায়ক হিসেবে চায়, তাই তামিমকে এখনো বিশ্বকাপ নিয়ে কোনো কথা দেয়নি বোর্ড। তাদের মতামত দেশের সবচেয়ে বড় তারকা থাকতে অন্য কেউ ক্যাপ্টেন হলে সেটা দলকে উজ্জীবিত করেনা, যেমনটা লিওনেল মেসির প্রতি সবার যেই আবেগ সেটি দলের মধ্যে আরো বেশি বন্ডিং তৈরি করেছে একইরকম একটা আবেগ দলের তরুন ক্রিকেটারদের এবং সারা দেশের মানুষের সাকিবের প্রতি রয়েছে বাংলাদেশের এই জীবন্ত কিংবদন্তির হাতে শেষ সময়ে একটি ট্রফি উঠুক এই ইমোশন টাকে শক্তি হিসেবে কাজে লাগাতে চায়। যেখানে বিশ্বকাপে তামিমের পারফরম্যান্স পাড়ার ব্যাটারদের থেকেও খারাপ থাকে। সেখানে সেই প্লেয়ারকে বিশ্বকাপের দায়িত্ব দেয়াটা নির্বুদ্ধিতা। সেখানে দেশের সবথেকে বড় টুর্নামেন্টে সাকিবের হাতে ঝান্ডা তুলে দেওয়ার কোনো বিকল্প নেই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ