Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালিকার মৃত্যু

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ক্যাম্বোডিয়ায় ৯ বছরের মধ্যে এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১১ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে জানিয়েছে। প্রে ভেং প্রদেশের পল্লী অঞ্চলের ওই বালিকা বুধবার এইচফাইভএন১ ভাইরাসে আক্রান্ত হয়। তার প্রচ- জ্বর, কাশি এবং গলা ব্যথা ছিল। কম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মেয়েটির বাবাও বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে এবং আরও ১১ জনের বার্ড ফ্লু পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মেম বুনেঙ বৃহস্পতিবার জানান, ২০১৪ সালের পর এই প্রথম এইচ৫এন১ ভাইরাসটি মানবদেহে সংক্রমিত হয়েছে। আক্রান্ত বালিকাকে তার গ্রাম থেকে রাজধানী নমপেনের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রোগ ধরা পড়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। রয়টার্স, বিবিসি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ