মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ায় সাধারণ নির্বাচনের এক দিন আগে নগদ ৪ লাখ ৯৮ হাজার ডলারসহ গ্রেফতার হয়েছে এক রাজনীতিবিদ। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৩ কোটি টাকা। পরে তাকে মানি লন্ডারিং আইনে গ্রেফতার দেখানো হয়। রিভারস স্টেটে শুক্রবার এ ঘটনা ঘটে। রাজনীতিকের নাম চিনিয়েরে ইগওয়ে। তার গাড়ির ভেতর ডলারের স্তূপ জব্দ করা হয়। পুলিশ বলছে, হাউস অব রিপ্রেজেন্টেটিভের বিরোধী পিডিপি সদস্য ইগওয়েকের কাছে এই অর্থ যাদের দেবেন তার একটি তালিকাও জব্দ হয়েছে। আগের নির্বাচনেও রাজনীতিবিদদের বিরুদ্ধে ভোট কেনাবেচায় কারচুপির অভিযোগ উঠে। নাইজেরিয়া সম্প্রতি নতুন নোট চালু করে। নির্বাচন ঘিরে যে অবৈধ অর্থ লেনদেন যেন না হয়, সেই লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক। এদিকে পর্যাপ্ত নতুন নোট না থাকায় ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে নাইজেরিয়ারনদের মধ্যে। নগদ টাকার জন্য মানুষকে ব্যাংকের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অনেক সময় ব্যাংকে হামলাও হচ্ছে। প্রায় ৪০ শতাংশ নাইজেরিয়ানদের ব্যাংক অ্যাকাউন্ট নেই। তাই খাবার কেনার জন্য এবং অন্যান্য দৈনন্দিন ব্যবহারের জন্য নগদ অর্থের ওপর তারা ভীষণভাবে নির্ভরশীল। এক টুইটে রিভারস স্টেটের পুলিশ জানায়, সব প্রতিযোগী এবং রাজনৈতিক দলকে নির্বাচনি আইন এবং অন্যান্য প্রাসঙ্গিক আইনের বিধানগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।’ ইগওয়ে দক্ষিণের শহর পোর্ট হারকাউটের অংশের প্রতিনিধিত্ব করেন। তিনি এখনও এই বিষয়ে মন্তব্য করেননি। নাইজেরিয়ায় ১৯৯৯ সালে সামরিক শাসনের অবসানের পর থেকে এবারের নির্বাচনটিকে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে। এবার যে তিনজন প্রার্থী লড়বেন তারা হলেন, পিডিপির আতিকু আবুবাকার, লেবার পার্টির পিটার ওবি এবং এপিসির বোলা টিনুবু। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।