মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অর্থ সংকটে জর্জরিত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানকে ৭০ কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে চীন। পাকিস্তান ছাড়াও দক্ষিণ এশিয়ার আরেক দেউলিয়া দেশ শ্রীলঙ্কাকেও সহায়তা দিয়েছে বেইজিং। আর এ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন। আগামী ১ মার্চ তিন দিনের সফরে ভারতের রাজধানী নয়া দিল্লি যাবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। তার সফরের আগে ডোনাল্ড লু সতর্কতা দিয়ে বলেছেন, তাদের শঙ্কা চীন অর্থ সংকটে থাকা দেশগুলোকে ঋণ দিয়ে ‘জোরজবরদস্তি মূলক সুবিধা আদায় করে নেবে।’ তিনি বলেছেন, “ভারতের সবচেয়ে কাছের প্রতিবেশি দেশগুলোকে (পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল) চীনের ঋণ দেওয়া নিয়ে আমরা গভীর উদ্বিগ্ন। আমরা চিন্তিত যে এসব ঋণ ‘জোরবরদস্তি মূলক সুবিধা’ আদায়ে ব্যবহার করা হবে।” এর আগে শনিবার পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, চীনের বোর্ড অব চায়না ডেভেলপমেন্ট ব্যাংক (সিডিএম) পাকিস্তানের জন্য ৭০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো সম্পর্কেও কথা বলেছেন ডোনাল্ড লু। তিনি বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে আলোচনা করছি, এ অঞ্চলের অন্যান্য দেশগুলোর সঙ্গে আলোচনা করছি কিভাবে চীনসহ অন্য দেশের চাপে না পড়ে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে।’ এছাড়া ভারতের সঙ্গে চীন নিয়ে কোনো শক্তিশালী আলোচনা হচ্ছে কিনা এমন প্রশ্ন করা হয় ডোনাল্ড লুকে। এ প্রশ্নের জবাবে এ মার্কিন কূটনীতিক বলেছেন, ‘আমরা ভারতের সঙ্গে চীন নিয়ে সিরিয়াস আলোচনা করেছি, নজরদারি বেলুন কা-ের আগে ও পরে, এ আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’ এছাড়া ভারত-রাশিয়া সম্পর্ক এবং বিশ্বের বিভিন্ন দেশের কাছে রাশিয়ার অস্ত্র বিক্রির বিষয়টি নিয়েও কথা বলেছেন লু। তিনি দাবি করেছেন, বর্তমানে চুক্তি অনুযায়ী মস্কো তাদের ক্রেতাদের অস্ত্র দিতে পারছে না। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।