মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের এলাহাবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন প্রেমিকার সঙ্গে লিভ-ইন করতেন এক যুবক। প্রতিশ্রুতি ভঙ্গ হওয়ায় ওই ব্যক্তির বিরুদ্ধে এলাহাবাদ উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার প্রেমিকা। এক বছরেরও বেশি সময় ধরে প্রেমিকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন এই নারী। অন্তঃসত্ত্বাও হয়ে পড়েছিলেন। এরপরেও বিয়েতে রাজি ছিলেন না প্রেমিক। এই অভিযোগের ভিত্তিতে প্রেমিককে গ্রেপ্তার করা হয়। এই মামলায় অভিযুক্তর জামিন মঞ্জুর করার সময় বিচারক সিদ্ধার্থ বলেন, এই ধরনের ঘটনায় নারীদের আইনি পদক্ষেপ গ্রহণ করা ছাড়া কোনো উপায় থাকে না। কারণ, দীর্ঘদিন লিভ-ইন সম্পর্কে থাকার পর ভেঙে গেলে নারীদের পক্ষে একা থাকা কঠিন হয়ে পড়ে। ভারতীয় সমাজের একটা বড় অংশ এখনো লিভ-ইন সম্পর্ককে মেনে নেয় না। মামলার পর্যবেক্ষণে এমনটাই জানিয়েছেন ভারতের এলাহাবাদ উচ্চ আদালত। সংবাদ প্রতিদিন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।