Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইতালির ভেনিসে স্থানীয়দের মিছিল

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইতালির ভেনিসের রাস্তায় ব্যানার ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে মিছিল করেছেন ন্থানীয়রা। বেশ কয়েক বছর ধরে ভেনিসের মেস্রে ও মারঘেরা এলাকার দোকানে চুরি, হামলা, ছিনতাইসহ মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়া এবং আবাসন সমস্যার সমাধানের দাবিতে ভেনিসের ৮০টি সংগঠনের ব্যানারে মিছিল বের করা হয়। স্থানীয় প্রশাসনের প্রহরায় মিছিলটিতে যোগ দেন ভেনিসপ্রবাসী বাংলাদেশি ও ইতালিয়ানসহ বিভিন্ন দেশের অভিবাসীরা। মিছিলটিতে বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন দেশের সামাজিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দে উপস্থিত ছিলেন। বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, বাসা বা দোকানে চুরির ঘটনা ঘটছে। এ ছাড়াও প্রকাশ্যে মাদকের ব্যবসা চলছে। এসব ঘটনার প্রতিবাদে মিছিল বের হয়। মেস্রের ট্রেন স্টেশনের সামনে হতে বিপুলসংখ্যক ভেনিসবাসী বাদ্যযন্ত্র বাজিয়ে সেøাগান দিতে দিতে মেস্রের পিয়াচ্ছা ফ্রেত্ব গিয়ে সমাবেশ করে। এদিকে, স্থানীয় ওই অঞ্চলটিতে রয়েছে আবাসন সমস্যাও। সেখানে অনেক বাসিন্দাই ভাড়ায় বাসা পাচ্ছেন বলে অভিযোগ। সিটিভি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ