রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : মঠবাড়িয়ার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী (১৬)-কে অপহরণের অভিযোগে বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় থানা পুলিশ সুকুমার হাওলাদার (৪৫) নামের একজনকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলা ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার সূর্যমনি গ্রামের স্কুলছাত্রীকে একই এলাকার বখাটে উজ্জল ওঝা ও মিল্টন ওঝা দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে পৌর শহর থেকে দিনে-দুপুরে বখাটে উজ্জল ও মিল্টন অন্যান্য আসামীদের সহযোগিতায় ওই স্কুলছাত্রীকে মুখ চেপে ধরে জোর করে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ৬ জনকে আসামী করে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা দায়ের করেছেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার ও বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
মঠবাড়িয়া উপজেলার বান্দাঘাটা মমতাজ-শাহজাহান কিন্ডার গার্টেনের তিন দিন ব্যাপী ৩য় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। মমতাজ-শাহজাহান কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহাদৎ হাওলাদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেনের পরিচালনা পর্ষদের সদস্যগণ, শিক্ষকমন্ডলী, অভিভাববক ও শিক্ষার্থীবৃন্দ ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।