Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

২০২২ বিশ্ব অর্থনীতি অনুমানের চেয়ে ভাল ছিল: বিশ্ব বাণিজ্য সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৫১ পিএম

বিশ্ব বাণিজ্য সংস্থা গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে বিশ্ব অর্থনীতি বৃদ্ধি হার গত এপ্রিল মাসে সংস্থার পূর্বাভাস করা ৩ শতাংশের তুলনায় বেশি।

ইউক্রেন সংকট উন্নত হবার এক বছরে বিশ্ব বাণিজ্যের ওপর তার প্রভাব মূল্যায়ন করতে এই প্রতিবেদন করা হয়েছে। এতে বলা হয়, সংকটের প্রভাবে অধিকাংশ পণ্যের অভাব হয়েছে। যেমন- ভুট্টা, গম, সার ও জ্বালানি অন্য চাহিদা পূরণ করেছে এবং পণ্যের দাম বৃদ্ধিও অনুমানের চেয়ে কম হয়েছে।

২০২২ সালে রাশিয়ার রপ্তানির পরিমাণ ২০২১ সালের তুলনায় কম হলেও তার মূল্য ১৫.৬ শতাংশ বেশি হয়। ২০২২ সালে ইউক্রেনের রপ্তানি পরিমাণ ৩০ শতাংশ কম হয়।

প্রতিবেদন অনুযায়ী যদি আন্তর্জাতিক সহযোগিতা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে স্বল্পোন্নত দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই দীর্ঘমেয়াদে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা জোরদার করা খুব গুরুত্বপূর্ণ। সূত্র: সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ