মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাপানের একটি সমুদ্র সৈকতে ভেসে আসে একটি বিশাল ধাতব গোলক বা বল। এই বলটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিল। কেউ এটিকে আখ্যা দিয়েছেন গডজিলার ডিম হিসেবে আবার কেউ বলছেন অন্য কোনও গ্রহ থেকে এসেছে বস্তুটি। ঘটনাটি ঘটেছে জাপানের হামামাতসু শহরের এনশু সৈকতে। গত মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় এক নারী প্রথম এই রহস্যময় বস্তুটি দেখতে পেয়েছিল। তিনিই পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পুলিশ এবং এমনকি একটি বোমা স্কোয়াডও এই বস্তুটি পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয়দের সকল জল্পনা-কল্পনার মধ্যেই গোল বস্তুটি সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে পরিষ্কারভাবে কিছু বলেনি দেশটির কর্তৃপক্ষ। একটি ভারী উত্তোলন মেশিন ব্যবহার করা হয়েছে বস্তুটি সরানোর জন্য। হামমাতসুর স্থানীয় কর্মকর্তারা বলেছিলেন, এটি নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করা হবে। এরপর সেটা ধ্বংস করা হবে। তবে অনেকেরই প্রশ্ন জাপান কতৃপক্ষ কেন বলছেন না এটি আসলে কী? কর্তৃপক্ষগুলো বস্তুটি নিয়ে নানা পরীক্ষা চালিয়েছেন, এক্স -রেও করেছেন কিন্তু এই বিষয়ে কোনো কিছু প্রকাশ পায়নি। বর্তমানে এটিকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় একজন কর্মকর্তা জাপানি গণমাধ্যমকে বলেছেন, ‘হামামাতসু সিটির প্রত্যেকে উদ্বিগ্ন ছিল এটা কী এবং বেশ কৌতূহলী ছিল। তবে কাজটি শেষ হয়ে গেছে বলে আমি স্বস্তি পেয়েছি।’ বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।