মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়া চারটি দূরপাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শত্রু বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার সক্ষমতা প্রকাশ করতে গতকাল বৃহস্পতিবার চালানো এক মহড়ায় ক্ষেপণাস্ত্রগুলো পরীক্ষা করা হয়। আজ শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গতকাল উত্তর কোরিয়ার সেনাবাহিনীর ক্রুজ ক্ষেপণাস্ত্র দল নর্থ হ্যামগিয়ং প্রদেশের কিম চায়েক সিটি এলাকা থেকে কোরীয় উপত্যকার পূর্ব উপকূলীয় এলাকায় সাগরে চারটি ‘হোয়াসাল-২’ ক্ষেপণাস্ত্র ছোড়ে। অন্য সেনা দলগুলোও নিরাপত্তাবেষ্টিত এলাকায় বিভিন্ন অস্ত্র পরিচালনার প্রশিক্ষণ নিয়েছে, তবে কোনো গুলি ছোড়া হয়নি। কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, ২ হাজার কিলোমিটার দীর্ঘ (১ হাজার ২৪২ দশমিক ৭ মাইল), ডিম্বাকার ও ইরেজি ৮–এর মতো আকৃতির ক্ষেপণাস্ত্রগুলো ১০ হাজার ২০৮ সেকেন্ড থেকে ১০ হাজার ২২৪ সেকেন্ড পর্যন্ত প্রদক্ষিণ করেছে। কেসিএনএ-এর প্রতিবেদনে আরও বলা হয়, শত্রুবাহিনীর পারমাণবিক হামলার বিরুদ্ধে পাল্টা হামলা চালাতে উত্তর কোরিয়ার পারমাণবিক রণবাহিনী সব ভাবে নিজেদের সক্ষমতা বাড়াচ্ছে। এই মহড়া তারই প্রমাণ। দক্ষিণ কোরিয়া ও জাপান প্রায়ই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করলেও গতকালের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে তারা কিছু বলেনি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের আওতায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র তৎপরতার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি থাকলেও দেশটি নতুন নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শনিবার একটি আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। গতকাল পেন্টাগন বলেছে, উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বৈঠক করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।