মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের হরিয়ানাতে গত সপ্তাহে দুজন মুসলিম যুবককে গরু পাচারের অভিযোগে নৃশংসভাবে জ্বালিয়ে হত্যার পর মূল অভিযুক্তদের যাতে গ্রেফতার করা না হয়, সেই হুঁশিয়ারি দিয়ে কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলো একের পর এক সমাবেশের আয়োজন করছে। মঙ্গলবার হরিয়ানার মানেসরে এই ধরনের একটি সমাবেশের পর গতকাল বুধবারও ওই রাজ্যের হাথিনে আরেকটি ‘হিন্দু মহাপঞ্চায়েতে’র আয়োজন করেছিল বজরং দল, ভিএইচপি ও হিন্দু সেনার মতো নানা সংগঠন। দুটি সমাবেশ থেকেই মুসলিমদের বিরুদ্ধে প্রকাশ্যে হিংসার ডাক দেয়া হয়েছে এবং পাশের রাজ্য রাজস্থানের পুলিশ যাতে মুসলিম যুবকদের হত্যায় মূল অভিযুক্ত মোনু মানেসর ও তার সহযোগীদের আটক করার স্পর্ধা না দেখায়, সে হুঁশিয়ারি দেয়া হয়েছে। জুনাইদ ও নাসির নামে রাজস্থানের বাসিন্দা দুই যুবক বেআইনিভাবে গরু পাচার করছিল, এই অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি হরিয়ানার ভিওয়ানিতে তাদের গাড়ির ভেতর জীবন্ত জ্বালিয়ে দেয়া হয় বলে অভিযোগ। এই হত্যায় রাজস্থান পুলিশ যে এফআইআর দায়ের করেছে, তাতে অন্যতম প্রধান অভিযুক্ত মোনু মানেসর বজরং দলের একজন নেতা এবং হরিয়ানা রাজ্যের গোরক্ষা টাস্ক ফোর্সেরও একজন সদস্য। রাজস্থান পুলিশ তাদের এফআইআরে আরো জানিয়েছে, নিহতদের গাড়িতে কোনো গবাদি পশু বহন করা হচ্ছিল এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে বিবিসি হিন্দির সংবাদদাতা অভিনব গোয়েল জানাচ্ছেন, পুরো বিষয়টি কংগ্রেস শাসিত রাজস্থান আর বিজেপি-শাসিত হরিয়ানার পুলিশের মধ্যে সংঘাতের চেহারা নিয়েছে– এমনকি হরিয়ানা পুলিশ রাজস্থান পুলিশের বিরুদ্ধে এফআইআর পর্যন্ত দায়ের করেছে। তিনি আরো জানাচ্ছেন, “ওদিকে রাজস্থানের ঘাটমিকা গ্রামে নিহত জুনাইদ ও নাসিরের পরিবার বিচারের জন্য গুমরে মরছেন– তাদের লাশ এমন ভস্মীভূত অবস্থায় এসেছিল যে পরিবার তাদের শেষ দেখাটাও দেখতে পাননি, তাদের জানাজা পর্যন্ত বের করা সম্ভব হয়নি।”
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।