Inqilab Logo

সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০ বছর পর মুক্ত পাকিস্তানি দুই ভাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৭:২১ পিএম

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কুখ্যাত গুয়ানতানামো বে কারাগার থেকে ২০ বছর পর মুক্তি পেয়েছেন পাকিস্তানি দুই ভাই। দীর্ঘ দুই দশক কোনো অভিযোগ ছাড়াই তাদের আটকে রাখা হয়েছিল। -আল জাজিরা

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গুয়ানতানামো বে কারাগার বন্ধ করার অংশ হিসেবে সেখানকার বন্দিদের ধীরে ধীরে মুক্তি দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর প্রেক্ষিতে ২০ বছর পর ছাড়া পেয়েছেন পাকিস্তানি নাগরিক ৫৫ বছর বয়সী আব্দুল এবং ৫৩ বছর বয়সী মোহাম্মদ রব্বানি। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন কিউবায় এই কারাগার তৈরি করে। যেখানে এই হামলার সঙ্গে জড়িত কথিত সন্দেহভাজনদের নিয়ে যাওয়া হতো।

গুয়ানতানামো বে থেকে মুক্তি পাওয়া এ দুই ভাইকে ২০০২ সালে করাচি থেকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরপর তাদের তুলে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের হাতে। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছিলেন, আব্দুল ও রব্বানি আল-কায়েদা সদস্যদের থাকা এবং অন্যান্য লজিস্টিক সহায়তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার পর আব্দুল এবং রব্বানি অভিযোগ করেছিলেন তাদের ওপর নির্যাতন চালিয়েছে মার্কিন নিরাপত্তা সংস্থা সিআইএ। এরপরই তাদের গুয়াতানামো বে-তে স্থানান্তর করা হয়।

২০০৩ সালে গুয়ানতানামো বে কারাগারে প্রায় ৬০০ জন আটক ছিলেন। ওই সময় এই কারাগারের বৈধতা ও বন্দিদের মানবাধিকার নিয়ে প্রশ্ন ওঠেছিল। যুক্তরাষ্ট্র দাবি করত, গুয়ানতানামোতে আটক সবাই সন্ত্রাসী। তাদের আটকের মাধ্যমে হামলা ঠেকানো হয়েছে। বর্তমানে কুখ্যাত এ কারাগারে আরও ৩২ জন রয়ে গেছেন। তাদের বেশিরভাগই ইয়েমেনি নাগরিক।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ