Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জৈবপ্রযুক্তিতে ইরানের স্বাস্থ্যসেবা খাতে ১.৮ বিলিয়ন ডলার সাশ্রয়

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৩৭ পিএম

ইরানের বায়োটেকনোলজি ডেভেলপমেন্ট হেডকোয়ার্টার্সের সেক্রেটারি জেনারেল বলেছেন, ওষুধের ক্ষেত্রে জৈবপ্রযুক্তিগত কার্যক্রমের ফলে প্রায় ১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় হয়েছে।

‘প্রযুক্তি এবং উদ্ভাবনের বাস্তুতন্ত্রের প্রচেষ্টা এতটাই দুর্দান্ত যে প্রতি বছর আমরা বৈদেশিক মুদ্রা ব্যয় হ্রাস এবং ওষুধ ও চিকিৎসার ক্ষেত্রে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি দেখতে পাচ্ছি’। বার্তা সংস্থা ইসনা মোস্তফা কানেইকে উদ্ধৃত করে একথা বলেছে।

দেশীয় বায়োটেকনোলজির সাহায্যে যে পণ্যগুলি তৈরি করা হয়েছে তা দেশীয় চাহিদা পূরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে প্রায় ৮০০টি জ্ঞান-ভিত্তিক কোম্পানি বায়োটেকনোলজির ক্ষেত্রে কাজ করছে, এবং আমরা সমর্থন বাড়িয়ে গুণগত এবং পরিমাণগতভাবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি।

জানুয়ারিতে কানেই বলেছিলেন, মার্কিন নিষেধা বৈশ্বিক জৈবপ্রযুক্তি বাজারে লক্ষ্যমাত্রার ৩ শতাংশ অংশীদার অর্জনে দেশটির ক্ষমতাকে বাধাগ্রস্ত করেছে।

ইরান জৈবপ্রযুক্তির ক্ষেত্রে একটি অগ্রগামী ও উন্নত দেশ এবং অসামান্য প্রযুক্তিবিদদের আবাসস্থল। সূত্র: তেহরান টাইমস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ