Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নববধূকে স্বর্ণ দিয়ে ওজন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

প্রত্যেক বাবারই একটা দীর্ঘস্থায়ী ইচ্ছা যে, তার মেয়েকে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে বিদায় জানাবেন। এমন ইচ্ছার জন্য দুবাই-ভিত্তিক পাকিস্তানি ব্যবসায়ী তার মেয়ে আয়েশা নামা দাহলানকে সোনায় ওজন করেছেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মুঘল সম্রাট যোধা আকবরের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এ বিশেষ বিয়ের অনুষ্ঠান।
পোশাক থেকে গয়না পর্যন্ত, বর-কনের প্রবেশ থেকে নাচ পর্যন্ত, এমনকি ফিল্মের একটি দৃশ্য যেখানে যোধাকে পাল্লায় সোনার সাথে ওজন করা হয়েছে, সাবধানতার সাথে ফিল্মের সাথে মিলে যাওয়ার জন্য একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটানো হয়েছে।
বাবার সোনার সাথে নববধূকে ওজন করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে প্রত্যেক ব্যবহারকারীই এর সমালোচনা করেন। তবে, এখন এ ভিডিওর সত্যতা প্রকাশ্যে এসেছে। ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার স্পষ্ট করেছেন যে, উল্লিখিত ভিডিওতে পাথরের ইটকে সোনার রঙে রাঙানো হয়েছে, আসল সোনার ইট নয়। সূত্র : জং নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ