মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাতাহাতি করে ক্লান্ত হয়ে পড়েছিল দু’পক্ষই। তাই মাঝে একটু বিরতি। বেঞ্চের ওপর টানটান হয়ে শুয়ে পড়লেন দু’পক্ষের ‘যোদ্ধা’রা। একটু জিরিয়ে নেয়া, রাতের খাওয়াদাওয়া সেরে একটু ঘুমিয়ে নেয়ার কাজটাও সেরে ফেললেন অনেকে। ঘণ্টা দুই-তিনেকের ‘যুদ্ধবিরতি’র পর ঘুম থেকে উঠেই আবার সংঘর্ষে জড়াল দু’পক্ষ।
খেতে খেতেই আধখাওয়া আপেলটা তাক করে ছুড়ে মারলেন একজন। পাল্টা তার দিকে উড়ে গেল অর্ধেক পানিভর্তি প্লাস্টিকের বোতল। কেউ ছুড়ে মারলেন চেয়ার। পাল্টা উড়ে এল হাতে থাকা ফাইল। কেউ আবার লক্ষ্যভেদ করার জন্য বেঞ্চে উঠে হাতে থাকা ‘অস্ত্র’ ছুড়ে মারলেন। ঠিক যেন সীমান্তের দু’পাড়ের লড়াই। বোতলের জবাবে বোতল, চেয়ারের জবাবে চেয়ার। না এটা কোনো দুই ক্লাবের বা দুই পাড়ার সংঘর্ষের দৃশ্য নয়। বুধবার রাতে এমন দৃশ্যের সাক্ষী থেকেছে গোটা ভারত। ঘটনাস্থল দিল্লির পুরনিগম ভবন। নেপথ্যে মেয়র নির্বাচন।
মেয়র নির্বাচন ঘিরে বার বার উত্তাল হয়েছে দিল্লি পুরনিগম। আম আদমি পার্টি (আপ) এবং বিজেপি, দুই দলের সদস্যদের হাতহাতিতে তিন বার ভÐুল হয়ে গেছে মেয়র নির্বাচন। বুধবার মেয়র নির্বাচনের শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। মেয়র নির্বাচিত হতেই সেই পরিস্থিতি বদলে যায় রণক্ষেত্রে। আবার দু’পক্ষ হাতাহাতিতে জড়ায়। আপের প্রার্থী শেলি ওবেরয় বিজেপির রেখা গুপ্তকে ৩৪ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তারপর কিছুক্ষণের জন্য সভা মুলতবি করা হয়। আবার ডেপুটি মেয়র নির্বাচন শুরু হয়। এবারেও আপের প্রার্থী আলে মুহাম্মদ ইকবাল বিজেপির কমল বাগরিকে হারিয়ে ডেপুটি মেয়র নির্বাচিত হন।
এর পরে আসে স্ট্যান্ডিং কমিটির সদস্য নির্বাচনের পালা। বিজেপি অভিযোগ তোলে, গোপন ভোটের সময় আপের কাউন্সিলররা ব্যালটের ছবি তোলেন। যা পুরোপুরি নিয়মবিরুদ্ধ। আপ যদিও এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করে, নির্বাচন ভÐুল করার জন্যই বিজেপি এই অভিযোগ তুলছে। বুধবার সকাল থেকে মেয়র নির্বাচন ঘিরে বার বার উত্তপ্ত হয় পুরনিগম ভবন। কখনও কখনও হাতাহাতিতে জড়িয়েছে দু’পক্ষ। কখনও পরিস্থিতি কিছুটা স্তিমিত হয়েছে, আবার উত্তপ্ত হয়েছে পরমুহ‚র্তেই। উত্তেজনার এ চড়াই-উতরাইয়ের পর্ব সারারাত ধরে চলেছে। মাঝে কয়েক ঘণ্টার বিরতি, খাওয়াদাওয়া, ঘুম সেরে আবার হাতাহাতিতে জড়িয়েছেন আপ-বিজেপির কাউন্সিলররা। সূত্র : এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।