Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্থানীয় কোচদের দরজা খুলছে

সহকারী পদে আবেদনের সুযোগ

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ পদে বিদেশি কোচদের পাশাপাশি স্থানীয়দেরও আবেদন করতে বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাজমুল হাসান বলেছেন, ‘আমরা সহকারী কোচের জন্য আজ বিজ্ঞাপন দিয়েছি। আশা করছি দেশি ও বিদেশি যাঁরা আগ্রহী, সবাই আবেদন করবেন। আমরা এটাই চাই। এই পজিশনে হলে তো হলোই। না হলেও আমরা অন্য জায়গায় সুযোগ করে দেব।’

প্রধান কোচ হিসেবে হাথুরুসিংহের ফেরা নিশ্চিত করার পরই সহকারী কোচের খোঁজ করছিল বিসিবি। তার আগে হাথুরুসিংহের সঙ্গে কথা বলতে হতো বিসিবির। আজ সে আনুষ্ঠানিকতা শেষে সহকারী কোচের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি। হাথুরুসিংহেও তার সংবাদ সম্মেলনে স্থানীয় কোচদের সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহর কথা বলেছেন। জাতীয় দল নিয়ে হাথুরুসিংহের পরিকল্পনা কী, সে বিষয়েও প্রশ্ন করা হয় নাজমুল হাসানকে। তবে মাত্রই কাজে যোগ দেওয়া হাথুরুসিংহের সঙ্গে এখনই দল নিয়ে তেমন কোনো কথা হয়নি বলে জানালেন বিসিবি সভাপতি, ‘সাধারণত কোচ এলে আমার সঙ্গে দেখা হয়। সেটা হোটেলে কিংবা আমার বাসায়। আজ এখানে এলাম। কারণ, বাকিদেরও এখানে পাব, সে জন্য। আর কোচের সঙ্গে আলাপ হয়নি। কারণ, সে মাত্র এসেছে। সে জন্য আমি তেমন কিছু জিজ্ঞেস করিনি। কিন্তু নির্বাচকদের সঙ্গে কথা বলে জানলাম, সে অনেকটা ধারণা নিয়ে এসেছে। কে কতবার কীভাবে আউট হয়েছে, সেটা নিয়েও না কি কথা বলছিল সে।’

নাজমুল হাসান আরও জানিয়েছেন, ঘরের মাঠে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ দেখে আগামী অক্টোবরের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনা সাজাবেন হাথুরুসিংহে, ‘তাঁকে এখন পরিকল্পনা জিজ্ঞেস করে লাভ নেই। দুটি সিরিজ দেখতে হবে। সে নিজেও বলছিল, দুটি সিরিজ দেখে তারপর সে বিশ্বকাপের পরিকল্পনা জানাবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ