Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উখিয়ায় রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পে বিবদমান দুগ্রুপের আধিপত‌্য বিস্তা‌রকে কেন্দ্র ক‌রে হেডমা‌ঝি গু‌লি‌বিদ্ধ

উখিয়া ( কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১০ পিএম

কক্সবাজারের উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বিবদমান দু'পক্ষের আধিপত্য বিস্তা‌রকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে মোঃ সেলিম নামে এক রোহিঙ্গা মাঝি গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে, কুতুপালং ৫ নম্বর সি-২ ব্লকে এ ঘটনাটি ঘটে‌ছে।

‌রো‌হিঙ্গা ক‌্যা‌ম্পে নিরাপত্ত‌ার দা‌য়ি‌ত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সৈয়দ হারুনুর রশীদ এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, গুলিবিদ্ধ মোঃ সেলিম কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্প সি-২ ব্লকে বসবাসরত রফিকের ছেলে। রো‌হিঙ্গা‌দের ম‌ধ্যে বিবাদের জের ধ‌রে দীর্ঘদিন থে‌কে আধিপত্য বিস্তারের ঘটনায় তারা একে অপর‌কে ঘা‌য়েল কর‌তে সন্ত্রাসী কার্যকলা‌পে লিপ্ত। প্রতি‌দিন বিবদমান দু'প‌ক্ষের ম‌ধ্যে অপরাধ সংঘ‌ঠিত হচ্ছে। পুলিশ এসব অপরা‌ধীদের গ্রেপ্তা‌রে অভিযান চালাচ্ছে বলে তিনি যোগ করেন।

এদিকে গতকাল ২২-জানুয়ারী, রোহিঙ্গা ক্যাম্প-৮ এর ৫৮ নং ব্লকে একইভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'টি রোহিঙ্গা শিশু গুলিবিদ্ধ হয়।

এ ব্যাপারে গনমাধ্যমকর্মী মোসলেহ উদ্দিন বলেন, রোহিঙ্গাদের এসব সন্ত্রাসী কার্যকলাপে স্থানীয়রা চরম অতীষ্ট হয়ে ক্ষোভের সঞ্চার হচ্ছে। যেকোন মুহুর্তে বড় ধরণের সংঘাতের আশংকা করছেন।

স্থানীয় বাসিন্দারা আরো জানান, রাতে ঐ ক্যাম্পে সি-২ ব্লকে মোঃ সেলিম স্বেচ্ছায় পাহারায় নিয়োজিত কর্মীদের মাঠ পর্যায়ে কাজের দেখা‌শোনা করছিলেন। এমন সময় মুখোশধারী ১০-১২ জনের একটি সন্ত্রাসীদল এলোপাতা‌ড়ি গুলি ছু‌ড়‌লে মোঃ সেলিম গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তা‌কে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি ক‌রে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ