মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের আন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে একটি কয়লা খনি ধসে অন্তত ৪ জন নিহত, ৬ জন আহত ও ৪৯ জন নিখোঁজ রয়েছেন। ভূমিধসের কারণে উদ্ধার অভিযান বিঘিœত হচ্ছে বলে বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। শিনজিং কোল মাইনিং কোম্পানির পরিচালনাধীন আলক্সা লিগের একটি উন্মুক্ত কয়লা খনিতে বুধবার ধসের এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তল্লাশি ও উদ্ধার অভিযানের নির্দেশ দেন বলে রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে। শি বলেছেন, “নিখোঁজদের উদ্ধারে ও আহতদের চিকিৎসায় আমাদের সম্ভাব্য সব উপায় ব্যবহার করতে হবে।” কিন্তু বুধবার সন্ধ্যায় ভূমিধসের পর তল্লাশি অভিযান স্থগিত করা হয় এবং বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত ফের শুরু হয়নি বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। ভূমিধসে নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেছে বলে খবর হয়নি, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। চীনে জ্বালানির অন্যতম বড় উৎস কয়লা। কিন্তু দেশটির কয়লা খনিগুলো বিশ্বের প্রাণঘাতী খনিগুলোর অন্যতম। নিরাপত্তা বিধির যথাযথ অনুসরণ না করাই এর প্রধান কারণ, যদিও সরকার গত কয়েক বছর ধরে নিরাপত্তা মানের উন্নয়নের জন্য বারবার নির্দেশ দিয়ে আসছে। আন্তর্মঙ্গোলিয়া একটি গুরুত্বপূর্ণ কয়লা খনি অঞ্চল। গত বছর সরকার সরবরাহ বাড়িয়ে দাম স্থিতিশীল রাখার আহ্বান জানানোর পর থেকে চীনের খনিগুলো উৎপাদন বাড়ানোতে জোর দিয়েছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।