মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের দাবি নজরদারি বেলুন, আর চীন বলছে পথ ভুলে আসা আবহাওয়া বেলুন। এমন দ্বৈরথের ছাপ কড়াভাবে পড়েছে দুই দেশের সম্পর্কে। সেই বেলুনের সঙ্গে তোলা সেলফি প্রকাশ করল পেন্টাগন। একটি ইউ২ গুপ্তচর উড়োজাহাজের পাইলট সেলফিটি তুলেছেন। যেখানে পরিষ্কার ভাবে উঠে এসেছে বেলুনের কাঠামো। গত ২ ফেব্রুয়ারি নিজেদের আকাশসীমায় বেলুনটি দেখার কথা জানায় যুক্তরাষ্ট্র। দাবি করে, স্পর্শকাতর কিছু স্থাপনার ওপর এটিকে উড়তে দেখা গেছে। প্রতিক্রিয়া হিসেবে বেইজিং সফর স্থগিত করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এর দুদিন পর ক্ষেপণাস্ত্র ছুড়ে সাউথ ক্যারোলাইনার উপকূলে বেলুনটি নামিয়ে আনা হয়। এর এক সপ্তাহের মধ্যে রহস্যময় কিছু উড়ন্ত বস্তু ধ্বংস করার কথা জানায় যুক্তরাষ্ট্র ও কানাডা। তবে পরে জানানো হয়, ওই বস্তুগুলোর সঙ্গে চীনের সম্পর্ক পাওয়া যায়নি। প্রকাশিত সেলফিতে স্পষ্টভাবে উঠে এসেছে বেলুনের রহস্যময় রূপালী-সাদা গোলক। যার নিচে ঝুলছে প্যানেল। বেলুনের ওপর পড়েছে মার্কিন উড়োজাহাজের ছায়া। পেন্টাগন জানায়, বেলুনটি মার্কিন আকাশসীমায় প্রবেশের পরপর ফ্লাইট ডেক থেকে পাইলট ওই সেলফি তোলেন। দ্য গার্ডিয়ান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।