Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ ও ইরানি প্রতিষ্ঠানের সাথে কনসোর্টিয়াম গঠন তালেবানের

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

আফগানিস্তানের তালেবান-নেতৃত্বাধীন প্রশাসন রাশিয়া, ইরান ও পাকিস্তানের কয়েকটি কোম্পানিকে নিয়ে একটি কনসোর্টিয়াম গঠন করেছে। বিদ্যুৎ, খনি ও অবকাঠামো খাতে বিনিয়োগ পরিকল্পনা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আফগানিস্তানের ভারপ্রাপ্ত বাণিজ্যমন্ত্রী বুধবার জানিয়েছেন। নূরউদ্দিন আজিজি রয়টার্সকে জানান, কনসোর্টিয়ামে ১৪ আফগান ব্যবসায়ী রয়েছে। তার মন্ত্রণালয় বিদেশী কোম্পানিগুলোর সাথে একটি সমঝোতা স্মারকে সই করেছে। এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এক বিলিয়ন ডলার পর্যন্ত প্রকল্পগুলো নিয়ে আলোচনার জন্য কাবুলে আসবে। তালেবান ২০২১ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় বেশির ভাগ উন্নয়ন প্রকল্পে তহবিল প্রদান বন্ধ করে দেয়ায় এবং ব্যাংকিং খাতের ওপর অবরোধ আরোপ করায় দেশটি বেশ সমস্যায় পড়েছে। এছাড়া বিদেশী লক্ষ্যবস্তুগুলোর ওপর আইএসের কয়েকটি হামলাও বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ