মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানি বংশোদ্ভূত এক জার্মান নাগরিককে মৃত্যুদ- দেয়া নিয়ে উত্তেজনা বেড়েছে বার্লিন ও তেহরানের মধ্যে। পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি। একইসঙ্গে ইরানের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। জামশিদ শারমাহদ নামে এক জার্মান নাগরিককে ‘দেশবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকা-ে’ জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার মৃত্যুদ-ের আদেশ দেয় ইরান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযুক্ত শারমাহদ ইরানবিরোধী কর্মকা-ে লিপ্ত ছিলেন। এমনকি তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত থাকার অভিযোগও আনা হয়। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে তার পরিবার। ইরানের সর্বোচ্চ আদালতের দেয়া এই রায়ের বিরোধিতা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ। রায়ের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ইরান সরকার তার নিজ জনগণের বিরুদ্ধে কাজ করছে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর সব অপরাধ করে যাচ্ছে। এ বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানিয়েছেন, জার্মান নাগরিকের অধিকারের প্রতি এই অন্যায় মেনে নেবে না শলজ সরকার। এরই মধ্যে জার্মানির ইরান দূতাবাসের দুই কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে রায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বার্লিনে ইরান দূতাবাসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন কয়েকশ’ মানুষ। ইরান সরকারের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয়ার দাবিও জানান তারা। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।