Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৩১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ওমর ফারুক পলক (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় জুয়েল রানা নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তারা বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ভাঙা ব্রিজ এলাকায় দ্রুতগামী আসিয়ান সিটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারুক চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ইদু খালি আবুরহাট গ্রামের মো. মমিনুল হকের সন্তান। তারা তিন ভাই ও এক বোন।

নিহত ওমর ফারুকের মামা জামশেদ আলম বলেন, ‘আমার বাসায় থেকে ফারুক পড়াশোনা করতো। আজ সকালে দুই বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কাজলা ভাঙা ব্রিজ এলাকায় দ্রুতগামী আসিয়ান সিটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তারা দুজনই রাস্তায় ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে ফারুককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জুয়েল চিকিৎসাধীন রয়েছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়েছিল। এদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। আহত আরেক শিক্ষার্থীর জরুরি বিভাগে চিকিৎসা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ