Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয় দিলেন ছেড়ে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

ধর্মীয় রীতিনীতি পালন করতে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী আনুম ফায়াজ। তিনি আর অভিনয় করবেন না বলে জানিয়েছেন। তার ইনস্টাগ্রাম পোস্টে এ খবর প্রকাশ করেছেন তিনি।
ভক্তদের উদ্দেশে আনুম ফায়াজ ইনস্টাগ্রাম লিখেছেন, ‘এটা বলা আমার জন্য খুবই কঠিন। আমার পুরো অভিনয় ক্যারিয়ারে আপনারা পূর্ণ সমর্থন দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি, শোবিজ ছেড়ে ইসলাম ধর্মের বিধি-বিধান অনুযায়ী জীবনযাপন করব। আমি আশা করছি, আমার এই পথচলায় আপনারা আমাকে দোয়ায় রাখবেন। অশেষ ভালোবাসা ও সমর্থনের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।’
অভিনেত্রীর এমন সিদ্ধান্তের পর অনেকেই মন্তব্য করেছেন। সেখানে একজন লিখেছেন, ‘আনুম, তোমার এই পথচলার সিদ্ধান্তে ভীষণ খুশি হয়েছি। সত্যিকারের সফলতা এটা।’
আরেকজন লেখেন, ‘এই সিদ্ধান্তের জন্য আল্লাহ তোমাকে পুরস্কৃত করবে। আমীন।’
পাকিস্তানের বেশকিছু জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে কিছুদিন ধরে শোবিজ অঙ্গনে তাকে আর দেখা যাচ্ছিল না। এরমধ্যেই ইনস্টাগ্রামে এমন স্ট্যাটাস দিয়েছেন। তাকে দেখা গেছে হিজাব ও বোরকা পরা অবস্থায়। জনপ্রিয় অভিনেত্রী আনাম ফায়েজ ২০১৬ সালে আসাদ আনোয়ারকে বিয়ে করেন। তাদের সংসারে এক ছেলেও রয়েছে। সূত্র : দি এক্সপ্রেস ট্রিবিউন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ