মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইতালিতে জলপাই তেল মিশ্রিত একটি নতুন পানীয় চালু করতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম কফি চেইন স্টারবাকস। এ কোম্পানির প্রধান নির্বাহী হাওয়ার্ড শুলৎজ বলেছেন, অলিভ অয়েলের ‘অপ্রত্যাশিত, মসৃণ, মাখন মাখন গন্ধ... কফির স্বাদ বাড়িয়ে দেয়, আর সেই স্বাদ মুখে লেগে থাকে অনেকক্ষণ।’’ যুক্তরাষ্ট্রের যেসব বড় কোম্পানিকে ইতালির খাদ্য ও পানীয়ের বাজারে ব্যবসা বাড়ানোর চেষ্টায় রীতিমত কসরত করতে হচ্ছে, স্টারবাকস তার একটি। ইতালীয়দের ‘কফি সেন্স’ এক কথায় বিখ্যাত। সেখানে অনেক কাফে আছে, যেগুলো বংশ পরম্পরায় চলছে। স্টারবাকস সেখানে ২০টির মত দোকান খুলেছে এ পর্যন্ত। হাওয়ার্ড শুলৎজ বলেন, “অনেকে হয়ত ভ্রূ কুঁচকে প্রশ্ন করবেনÑ ‘কফিতে অলিভ অয়েল?’ তবে সেটা যে সত্যি দারুণ, তার প্রমাণ মিলবে কাপে। গত ৪০ বছরের আর কখনও আমি আর কোনো পানীয় নিয়ে এতটা উত্তেজিত, এতটা উৎসাহী হয়েছিলাম বলে মনে পড়ে না।” এই বসন্তে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দোকানগুলোতে নতুন কয়েক ধরনের গরম ও শীতল কফি আনতে যাচ্ছেন স্টারবাকস। এ বছরের শেষ দিকে ধাপে ধাপে যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য ও জাপানেও এসব পানীয় পাওয়া যাবে স্টারবাকস আউটলেটে। তাদের জলপাই তেল মিশ্রিত কফির নাম দেওয়া হয়েছে ওলেআটো, যা বুধবার থেকেই পাওয়া যাবে। এর একটি ধরনে থাকবে বরফ কুচি আর অলিভ অয়েল মেশানো এসপ্রেসো। আর অন্যটি অলিভ অয়েল মেশানো ওট মিল্কে সেদ্ধ করা লাতে। এছাড়া নতুন একটি কোল্ড ব্রিউ কফি আনছে স্টারবাকস, যেখানে ভ্যানিলা স্বাদের মিষ্টি ক্রিম ফোমের সাথে এক্সট্রা ভার্জিন পারটানা অয়েলের মসৃণ মিশেল থাকবে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।