Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রথম জাতপাত বৈষম্য নিষিদ্ধ হলো সিয়াটলে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্রের প্রথম শহর হিসেবে সিয়াটল জাতপাতজনিত বৈষম্যকে বেআইনি ঘোষণা করল। শহরটির বৈষম্যবিরোধী আইনগুলোতে জাতপাতকে যুক্ত করতে স্থানীয় কাউন্সিলে ভোটের পর মঙ্গলবার এ ঘোষণা এসেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই পদক্ষেপ অঞ্চলটিতে থাকা দক্ষিণ এশীয় বংশোদ্ভূত, বিশেষ করে ভারতীয় ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের কাছে অতি গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর প্রেক্ষিতে নেওয়া হয়েছে। ভারতের জাতপাত ব্যবস্থা বিশ্বের অন্যতম প্রাচীন কঠোর সামাজিক স্তরবিন্যাস। “জাতপাতের বৈষম্যের বিরুদ্ধে লড়াই সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে গভীরভাবে সংযুক্ত,” বলেছেন সিয়াটল সিটি কাউন্সিলের সদস্য, ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্ষমা সাওয়ান্ত। ভারতীয় এই জাতপাত ব্যবস্থা কয়েক হাজার বছরের পুরনো। এতে উঁচু জাতের লোকজন অনেক সুযোগ-সুবিধা পায়, নিচের দিকে থাকা জাতগুলো শিকার হয় বৈষম্যের। এই হিন্দু জাতপাত ব্যবস্থায় একেবারে নিচের দিকে রয়েছে দলিত সম্প্রদায়, এই সম্প্রদায়কে বিবেচনা করা হয় ‘অস্পৃশ্য’ হিসেবে। “জাতপাত বৈষম্য কেবল অন্য দেশেই হয় না। দক্ষিণ এশীয় আমেরিকান এবং অন্য অভিবাসী কর্মীদেরকে তাদের কর্মস্থলেও এই বৈষম্যের মুখোমুখি হতে হয়, এমনকী প্রযুক্তি খাতেও, সিয়াটলে এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে,” সিয়াটলে জাতপাতজনিত বৈষম্য নিষিদ্ধের প্রস্তাব করার সময় কাউন্সিলে এমনটাই বলেছিলেন সাওয়ান্ত। ভারতে জাতপাত বৈষম্য ৭৫ বছর আগে নিষিদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে হওয়া একাধিক গবেষণা বলছে, দেশটিতে এখনও উচ্চ বর্ণের প্রতি পক্ষপাতিত্ব বিদ্যমান। নিচু জাতের লোকজনকে যে বেশি বেতনের চাকরিতে খুব একটা দেখা যায় না, এসব গবেষণার একটিতে তাও উঠে এসেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ