Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

যত ইচ্ছা সন্তান জন্ম দিতে পারবে সিচুয়ানে

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কঠোর এক সন্তান নীতি। সেই নীতি শিথিল করে সর্বশেষ চীন নিয়ম জারি করে, চাইলে তিনটি সন্তান নিতে পারে নাগরিকরা। তবে দীর্ঘদিন ধরে চলে আসা কঠোর এ আইনের প্রভাবে দেশটির জন্মহার ক্রমাগত কমতে থাকায় এবার সিচুয়ান প্রদেশে জন্মনিয়ন্ত্রণ সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ বাতিল করেছে চীনা সরকার। বলা হয়েছে, এখন থেকে যতো ইচ্ছা সন্তান জন্ম দিতে পারবেন দম্পতিরা। সম্প্রতি, দেশটির নাগরিকদের এমন অনুমতি দিয়েছে চীনের সিচুয়ান প্রদেশ। নতুন সিদ্ধান্ত অনুসারে, এক সন্তান নীতি থেকে সরে আসছে চীন। এখন অবিবাহিত জুটিরাও সন্তান গ্রহণের সুযোগ পাবেন। মূলত, ১৯৭৯ সালে দেশটিতে গ্রহণ করা হয় ‘এক সন্তান নীতি’। আইন লংঘনকারীদের জরিমানা গোনার পাশাপাশি হারাতে হতো চাকরিও। ২০১৬ সালে বিতর্কিত নীতিমালা পরিহার করে সরকার। তবুও সাম্প্রতিক আদমশুমারিতে উঠে আসে, ছয় দশকের মধ্যে ২০২২ সালে দেশটির জনসংখ্যা কমেছে সাড়ে ৮ লাখ। এই ধারা অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদে ২০৫০ সাল নাগাদ চীনে জনসংখ্যা কমবে অন্তত ১১ কোটি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ