Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গ-ার হারিয়ে যাচ্ছে বতসোয়ানায়

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

২০২২ সাল নাগাদ পাঁচ বছরের মধ্যে গ-ার শিকারের মাত্রা বৃদ্ধি পেয়েছে; বিপন্ন প্রজাতিটির প্রায় এক তৃতীয়াংশ নিশ্চিহ্ন হয়ে গেছে। বতসোয়ানা এ তথ্য প্রকাশ করেছে। দেশটির পর্যটনমন্ত্রী ফিলদা কেরেং পার্লামেন্টে বলেন, ২০১৮ সাল থেকে গত বছর পর্যন্ত সব মিলিয়ে ১৩৮টি গ-ার হত্যা করা হয়েছে। প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা ঐতিহ্যবাহী গ-ার শিকারের একটি হটস্পট। সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় উদ্যানগুলোতে টহল বৃদ্ধির কারণে প্রাণীদেরকে হত্যার সংখ্যা ক্রমাগতভাবে হ্রাস পেয়েছে। এর ফলে শিকারীরা অন্যান্য অঞ্চলে শিং খুঁজতে বাধ্য হচ্ছে। গ-ার শিকার এশিয়ার চাহিদার কারণে চালু রয়েছে, সেখানে শিং-এর কথিত থেরাপিউটিক গুণের জন্য ঐতিহ্যগত ওষুধে ব্যবহার করা হয়। বতসোয়ানা তাদের গ-ারের সংখ্যা প্রকাশ করে না, তবে সরকার গত বছর পানামায় কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেনজার্ড স্পিসিসে (সাইটস) উপস্থাপিত এক নথিতে দেখা যায়, সারা দেশে আনুমানিক ২৮৫টি সাদা গ-ার এবং ২৩টি কালো গ-ার রয়েছে। ২০১৯ সালে দেশটিতে মাত্র ৪০০টির কম গ-ারের আবাস ছিল। রাইনো কনজারভেশন বতসোয়ানা অনুসারে, এগুলোর বেশিরভাগই উত্তর ওকাভাঙ্গো ডেল্টার ঘাসযুক্ত সমভূমিতে বিচরণ করতো। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ