Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানের সাথে সীমান্ত বন্ধ করল তালেবান, বাড়ছে আশঙ্কা!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪২ পিএম

আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। এবার দুই দেশের মধ্যে তুঙ্গে পৌঁছেছে সীমান্ত সংঘাত। ফলে সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্থ হওয়া ছাড়াও আরও সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরা সূত্রে খবর, গত সোমবার পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোরখাম বর্ডার ক্রসিং বন্ধ করে দিয়েছে তালেবান প্রশাসন। এর ফলে মাথায় হাত পড়েছে বহু পাকিস্তানি ব্যবসায়ীর। তোরখামে আটকে রয়েছে প্রায় ৬ হাজার পণ্যবাহী ট্রাক। প্রচুর খাবার সামগ্রী প্রায় পচে যাওয়ার জোগাড়। একে অপরের দিকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে দুই দেশের সেনা। গত সোমবার পাকিস্তানের দিক থেকে খাইবার পাখতুনখোয়া এবং আফগানিস্তানের তরফে নানগরহার প্রদেশে অবস্থিত তোরখাম বর্ডার ক্রসিংয়ে তালেবানের সঙ্গে ভয়াবহ গুলির লড়াই হয় পাকিস্তানের সীমান্তরক্ষীদের। তারপর থেকেই সীমান্তে পারাপার বন্ধ করে দিয়েছে তালেবান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগান রোগীদের পেশোয়ার যেতে বাধা দেয় পাকিস্তানের সীমান্তরক্ষীরা। আর এতেই ক্ষুব্ধ তালেবান। তোরখামের তালেবান প্রশাসনিক প্রধান মোল্লা মহম্মদ সিদ্দিকের বক্তব্য, ‘প্রতিশ্রুতি ভঙ্গ করেছে পাকিস্তান (রোগীদের প্রবেশ আটকে)। তাই এই বর্ডার ক্রসিং বন্ধ করে দেয়া হয়েছে।’

এই প্রথম নয়, এর আগেও সীমান্ত নিয়ে সংঘাতে জড়ায় পাকিস্তানের সেনা ও আফগান তালেবান। গত ফেব্রুয়ারি মাসে দু’টি পৃথক ঘটনায় পাক সীমান্ত লাগোয়া আফগানিস্তানের নিমরোজ ও নানগরহার প্রদেশে সীমান্ত বরাবর বেড়া দেয়ার কাজ শুরু করে পাকিস্তানি ফৌজ। কিন্তু সেই ফেন্সিং ভেঙে গুঁড়িয়ে দেয় সেখানে মোতায়েন তালেবান সীমান্তরক্ষীরা। শুধু তাই নয়, বাধা দিলে পাকিস্তানের ফৌজিদের গুলি করারও হুমকি দেয় তারা।

প্রসঙ্গত, আফগানিস্তানের সঙ্গে প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত ভাগ করেছে পাকিস্তান। আর অতীতকাল থেকেই সেই সীমান্ত নিয়ে সংঘাত চলছে কাবুল ও ইসলামাবাদের মধ্যে। ১৯৪৭ সাল থেকে কোনও আফগান সরকার ডুরান্ড লাইনকে আন্তর্জাতিক সীমান্ত হিসেবে স্বীকৃতি দেয়নি। পাকিস্তানের নীতিনির্ধারকরা মনে করছিলেন তালেবান ক্ষমতায় এলে তারা সেই স্বীকৃতি দেবে। কিন্তু সেই আশায় পানি ঢেলে দিল তারা। সূত্র: আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ