Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাষা শহীদদের প্রতি সাকিব তামিম-মাশরাফিদের শ্রদ্ধা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

গতকাল বিশ^ব্যপী পালিত হলো মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এইদিনে মায়ের ভাষার সম্মান রক্ষা ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠীর ১৪৪ ধারা তথা রক্তচক্ষুকে ভ্রুকুটি করে বুলেটের সামনে বুক চিতিয়ে প্রাণ দিয়েছেন সালাম-বরকত-রফিক-জব্বার-শফিকরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেটাররা। নানান বাধ্যবাধকতায় স্বশরীরে শহীদ মিনারে যেতে না পেরে তারা সকলেই শ্রদ্ধার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে।

টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, ‘যে মহান শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাভাষা পেয়েছি, মাতৃভাষায় কথা বলতে পারছি, তাদের জানাই বিন¤্র শ্রদ্ধা। শহীদ দিবস অমর হোক।’ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, ‘মহান ২১ শে ফেব্রæয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’ দেশসেরা সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দুই টাকার নোটে অঙ্কিত শহীদ মিনারের সামনে ফুল দেয়া একটি ছবি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘২১ শে ফেব্রæয়ারি সকল ভাষা শহীদদের প্রতি রইলো শ্রদ্ধাঞ্জলি।’ সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক লিখেছেন, ‘মনে পড়ে ১৯৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রæয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য। সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’

অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘যে ভাষার জন্য এত রক্তপাত, যে ভাষা আমাদের করেছে মহান, সেই ভাষা শহীদদের কে কি ভুলতে পারি? ভাষা শহীদ ও ভাষা সৈনিকের প্রতি জানাই বিন¤্র শ্রদ্ধা।’ বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বড় তারকা লিটন দাসও মাতৃভাষা দিবসকে স্মরণ করেছেন, ‘দিনশেষে বাংলাতেই তৃষ্ণা মেটে। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।’ পেস সেনশেসন তাসকিন আহমেদ একুশকে অহংকার হিসেবে উল্লেখ করেছেন, ‘আমার দুঃখিনী বাংলায় শত রক্তের ছাপ। একুশ আমাদের অহংকার, আমাদের গর্ব। ২১শে ফেব্রæয়ারি কোনও সংখ্যা নয়, একুশ সকল বাঙালির হৃদয়ে গাঁথা। এই মহান দিবসে শ্রদ্ধায় অবনত হই ভাষা শহীদদের প্রতি যারা আমাদের পরিচয় অক্ষত রেখে গিয়েছে।’

স্বশরীরে উপস্থিত হয়ে প্রথম প্রহরেই শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো নিজের ছবি পোস্ট করে বিপিএলের সফল দল বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল লিখেছেন, ‘মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন।’

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ