নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বাংলাদেশ অ্যাথলেটিক্সে ইতিহাস গড়া স্প্রিন্টার লন্ডন প্রবাসী ইমরানুর রহমানকে সংবর্ধনা দেওয়া হবে আজ। জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে এদিন সন্ধ্যায় তার জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। তথ্যটি গতকাল নিশ্চিত করেন ফেডারেশেনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। তিনি বলেন, ‘গত ১১ ফেব্রæয়ারি কাজাখস্তানের আস্তানায় এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতে যে ইতিহাস গড়েছে ইমরানুর রহমান, ফেডারেশনের পক্ষ থেকে সংবর্ধনা দিয়ে তার স্বীকৃতি দেওয়া শুরু করছি আমরা।’
মন্টু জানান, অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ফেডারেশন ইমরানুরকে অর্থ পুরস্কারও দেবে বলে জানা গেছে। প্রথম বাংলাদেশি হিসেবে এশিয়া পর্যায়ে স্বর্ণপদক জেতা ইমরানুর রহমানকে ইতোমধ্যে ৫ লাখ টাকা পুরস্কার দিয়েছে এনআরবি কমার্শিয়াল ব্যাংক। ফেডারেশনকেও একই পরিমাণ আর্থিক সহায়তা দিয়েছে এই প্রতিষ্ঠানটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।