মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শনিবার সন্ধ্যায় তেহরানের ইসলামিক সামিট কনফারেন্স হলে ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার ৩৯তম পর্ব শুরু হয়েছে।
চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে ৫২জন ক্বারি ও হাফেজ অংশ নিচ্ছেন।
কোরআন প্রতিযোগিতার প্রধান সংগঠক রাষ্ট্রীয় এনডাউমেন্ট অ্যান্ড চ্যারিটি অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের পরিচালক মেহেদি খামুশি বলেন, “এক বই, এক উম্মাহ” মূলমন্ত্র নিয়ে এবারের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, প্রতিযোগিতার প্রাথমিক পর্যায়ে অংশ নেওয়া ১৫০ জন ক্বারি ও হাফেজ থেকে প্রতিযোগী বাছাই করা হয়েছে।
অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সংস্কৃতি ও ইসলামী দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ-মেহেদী ইসমাইলি এবং সংসদের স্পিকার মোহাম্মদ-বাকের কালিবাফ।
ডিসেম্বরের শুরুতে স্টেট এনডাউমেন্ট অ্যান্ড চ্যারিটি অ্যাফেয়ার্স অর্গানাইজেশনের কোরআন বিষয়ক কেন্দ্রের পরিচালক হামিদ মাজিদিমেহর বলেছিলেন, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বিশ্বজুড়ে থাকা ইরানের দূতাবাসগুলির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।