Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুশফিকুরের ইনজুরির পর মুস্তাফিজ বিশ্রামে

সৌম্যকে কঠোর বার্তা কোচের

| প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মুশফিকুর রহিমের চোট টীম ম্যানেজমেন্টকে ফেলেছে ভাবনায়। তার উপর ইনজুরি কাটিয়ে ক্রাইস্টচার্চে প্রত্যাবর্তন ওয়ানডে ম্যাচে মুস্তাফিজুর ২ উইকেট পেলেও দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রামে রাখার পক্ষেই মত দিয়েছে টীম ম্যানেজমেন্ট। পুরোপুরি ম্যাচ ফিটনেস স্কিল ফিরে পাওয়ার আগে মাঠে নামিয়ে তার উপর ধকল বাড়ানোর পক্ষপাতী নন টীম ম্যানেজমেন্ট। গত ১১ আগস্ট লন্ডনের বুপা ক্রমওয়েল হাসপাতালে কাঁধের টেলিস্কোপ সার্জারির পর সুস্থ হয়ে ওঠা মুস্তাফিজুরকে পরিবর্তে আজ অভিষেক হতে পারে পেস বোলার শুভাশিষ রায়ের। এমন আভাসই পাওয়া যাচ্ছে।
সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ দলে আজ পরিবর্তন আসতে পারে তিনটি। মুশফিকুরের পরিবর্তে নূরুল হাসান সোহান, মুস্তাফিজুরের পরিবর্তে শুভাশিষ। বাজেভাবে কাটানো বছরে কি টি-২০, কি ওয়ানডেÑ বলার মতো পারফর্ম করতে পারেননি সৌম্য। ১৬টি টি-২০তে ২৫৫ রান (গড় ১৫.৯৩)। ওয়ানডেতে তার পারফরমেন্স এ বছরে জঘন্যÑ ৪ ম্যাচে মাত্র ৩২ (গড় ৮.০০)। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে  ০,২০,১১’র পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্রেক দিয়েও লাভ হয়নি। অনুশীলন ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৪০ রানের ইনিংসে কোচকে আশ্বস্ত করে ওয়ানডেতে ফিরে করেছেন হতাশÑ হেগলি ওভালে ৩ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৮ বলে করেছেন মাত্র ১ রান। এক্সট্রা কভারে যেভাবে ক্যাচ দিয়ে ফিরেছেন, তা ছিল এক কথায় দৃষ্টিকটূ। সে কারণেই সৌম্য’র উপর ভীষণ চটেছেন কোচ। এতোটাই চটেছেন যে, মিডিয়ায় পর্যন্ত সেই ক্ষোভ করেছেন প্রকাশ হাতুরুসিংহেÑ ‘যদি কেউ রান না করে,তাহলে তাকে আজীবন বয়ে বেড়ানোর পক্ষে নই আমি। সে এই সময়টা শুধু অপচয় করছে। যদি সে রান না করে, তাহলে অন্য কাউকে নিয়ে দেখব।’ কোচের এই কথায় দু’টি বার্তা আছে। আজই নেলসনে হতে পারে তার চূড়ান্ত পরীক্ষা, অথবা তার জায়গায় আজই ওয়ানডে অভিষেক হতে পারে লেগ স্পিনার তানভীর হায়দার অথবা অফ স্পিনার মেহেদী হাসান মিরাজের মধ্যে একজনের। সৌম্য দল থেকে বাদ পড়লে ব্যাটিং অর্ডারেও হবে রদবদল। তখন অন্যান্যপায় হয়ে সাব্বিরকে হয়ত বা উপরে আনা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ