Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনের পথে পান্ডা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জাপানেই জন্ম এবং বেড়ে ওঠা। তবে এবার তাকে ফিরতে হবে তার নিজের দেশ চীনে। আর তাই শেষ মুহূর্তের দেখা দেখতে জাপানের চিড়িয়াখানায় ভিড় বহু মানুষের। জিয়াং জিয়াং নামের ওই পান্ডাকে দেখতে রীতিমতো ভিড় জমিয়েছেন ইনো চিড়িয়াখানায়।
অনেকেরই দেখার ইচ্ছে থাকলেও শেষ পর্যন্ত চিড়িয়াখানায় ঢুকতে দেওয়া হয় ২৬০০ জনকে। যদিও জাপানে বেড়ে ওঠা তবুও নিয়মের বেড়াজালে ছোট্ট জিয়াং জিয়াংকে ফিরতে হচ্ছে তার নিজের দেশ চীনে। আর এই বিদায়বেলায় তাকে চোখের পানিতে বিদায় জানাচ্ছেন অনেকেই। টোকিওতে বড় হলেও তার বাবা মা কিন্তু চীনেই। রোববার দশটি গ্রুপে ভাগ হয়ে একে একে ছোট্ট পান্ডার দর্শন নেন জাপানিজরা। তবে এতসব হুল্লোড়ের মধ্যে তার কোনো হেলদোল নেই। সে তো শুধু বাঁশের পাতা চিবোতেই ব্যস্ত।
জাপান ও চীনের মধ্যে রাজনীতির বিভেদ থাকলেও দু দেশের মানুষের কাছেই পান্ডা এক বন্ধুত্বের রূপস্বরুপ। মঙ্গলবার জিয়াং জিয়াংকে নিয়ে চীনে রওনা দেবেন জাপানের চিড়িয়াখানার ২ কর্মাচারী। শিঞ্চুয়ান প্রভিন্সে অন্যান্য পান্ডাদের সঙ্গে যোগ দেবে ছোট্ট জিয়াং জিয়াং বলে জানা গেছে। এর পাশাপাশি আরো পান্ডা রয়েছে জাপানের সেন্ট্রাল চিড়ায়াখানায় যাকে ১৯৯৪ সালে চীন থেকে জাপানে পাঠানো হয়েছিল। তার দুই সন্তান ওউহিন এবং তৌহিনকে বুধবার চীনে পাঠানোর ব্যবস্থা করা হবে। বিশ্বে অন্যান্য জীবজন্তুদের মধ্যে বিলুপ্ত প্রজাতির প্রাণী এই পান্ডা।
চুক্তি অনুযায়ী চীন থেকে জাপানে পান্ডা পাঠালেও তাদের বা তাদের বাচ্চাদের ওপর অধিকার চীনেরই থাকে। তাই চিড়িয়াখানায় পান্ডা থাকার সময় তাদের বাচ্চাদেরকে পুনরায় তাদের আসল স্থান চীনের শিঞ্চুয়ান প্রভিন্সে পাঠানো হয়। সূত্র : ল্যাটেস্টলি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ